আজ বৃহঃপতিবার (২৫ মে, ২০২৩) আবারও প্রায় ৬৪ টি জেলার উপর দিয়েই কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে
আজ দুপুর ১২ টার সময়কার জাপানের হিমাওয়ারি নামক কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে জ্বলিয় বাষ্প-যুক্ত একটি মেঘ ভারতের বিহার রাজ্য থেকে ভারতের পশ্চিম-বঙ্গ ও বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। এই মেঘটি আজ বৃঃহপতিবার দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করে কালবৈশাখী ঝড়ের সৃষ্টির করার প্রবল সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ভাগলপুর, ধন্যবাদ, দিনাজপুর জেলার উপরে। এই কালবৈশাখী ঝড় বিকেল ৫ টা থেকে রাত ৮ টার মধ্যে যে কোন সময় বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগের পশ্চিমের সীমান্তবর্তী জেলাগুলোর উপর দিয়ে (পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর) বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আজকের সম্ভব্য এই ঝড়টি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার পরে শক্তিশালী কালবৈশাখী ঝড়ে পরিণত হওয়ার জন্য সকল বৈশিষ্ট্য উপস্থিত হয়েছে রংপুর, রজাশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে।
আজকের সম্ভব্য কালবৈশাখী ঝড়টি ঢাকা শহরের উপর দিয়ে অতিক্রম করার সম্ভব্য সময় সন্ধ্যা ৭ টা থেকে রাত ১২ টার মধ্যে যে কোন সময়।
মেঘটি বর্তমান যে গতিবেগে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে তাতে করে আজ বিকেল ৫ টা থেকে রাত ৮ টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ থেকে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলো দিয়ে বাংলাদেশে প্রবেশ শুরু করার প্রবল সম্ভাবনা রয়েছে যে কোন সময়। আজকের এই ঝড়টির বাম দিকের শেষ অংশ পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ও ডান দিকের শেষ অংশ খুলনা বিভাগের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এক কথায় বলা চলে আজকের কালবৈশাঝি ঝড়টি বাংলাদেশের সর্বোত্তরের বিভাগটি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের সর্বদক্ষিণের বিভাগটির উপর দিয়ে বাংলাদেশ ত্যাগ করার সম্ভাবনা রয়েছে।
আজকের এই ঝড়টিও মঙ্গলবারের কালবৈশখি ঝড়ের মতো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজও দেশের একাধিক জেলার উপর দিয়ে ঘন্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে বাতাস অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
আজকের কালবৈশাখী ঝড় এর কারণেও ব্যাপক পরিমাণ বজ্রপাত সংঘটিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজকের এই কালবৈশাখী ঝড়ের কারণে রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলার উপরে শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
আজ বৃহঃপতিবারের কালবৈশাখী ঝড় দেশের বিভিন্ন বিভাগের উপর দিয়ে অতিক্রমের সম্ভব্য সময় নিম্নরূপ:
১) রংপুর বিভাগের জেলাগুলো: বিকেল ৬ টা থেকে রাত ৯ টা
২) রাজশাহী বিভাগের জেলাগুলো: বিকেল ৫ টা থেকে রাত ৮ টা
৩) ময়মনসিংহ বিভাগের জেলাগুলো: রাত ৯ টা থেকে ১২ টা
৪) খুলনা বিভাগের জেলাগুলো: বিকেল ৬ টা থেকে রাত ৯ টা
৫) সিলেট বিভাগের জেলাগুলো: রাত ১১ টা থেকে ভোর ৫ টা
৬) ঢাকা বিভাগের জেলাগুলো: রাত ৯ টা থেকে রাত ২ টা
৭) বরিশাল বিভাগের জেলাগুলো: রাত ১২ টা থেকে ভোর ৫ টা
৮) চট্টগ্রাম বিভাগের জেলাগুলো: ভোর ৪ টা থেকে সকাল ১০ টা
বিশেষ দ্রষ্টব্য: উপরে উল্লেখিত সময় ২ থেকে ৪ ঘন্টা পর্যন্ত এগিয়ে আসতে পারে কিংবা পিছিয়ে যেতে পারে কালবৈশাখী ঝড় অতিক্রম করার। কোন বিভাগের সকল জেলার উপর দিয়ে একই সময়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করবে না। আজকের সম্ভব্য কালবৈশাখী ঝড় যেহেতু উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কোন বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপর দিয়ে প্রথমে কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা বেশি। সকল বিভাগের সকল জেলার উপর একই পরিমাণ বৃষ্টি হবে না; বজ্রপাতের তীব্রতা একই থাকবে না; বাতাসের গতিবেগও একই থাকবে না।
মঙ্গলবারের কালবৈশাখী ঝড়টির কারণে দেশের বিভিন্ন জেলায় ১৬ জন মানুষের বজ্রপাতে মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। আজকের সম্ভব্য কালবৈশাখী ঝড়টি থেকে ব্যাপক পরিমাণ বজ্রপাতে সম্ভাবনা দেখা যাচ্ছে।
বজ্রপাত থেকে প্রাণে বাঁচতে চাইলে নিম্নোক্ত কাজগুলো না করার জন্য বিনীত অনুরোধ করছি:
১) ঝড়ের সময় কোন ভাবেই ঘরের বাহিরে থাকবেন না
২) ঝড় চলাকালীন আম কুড়াতে ঘর থেকে বেড় হবেন না
৩) ঝড় চলাকালীন মাঠে ফুটবল খেলতে বের হবে না
৪) ঝড় চলাকালীন মাছ মারতে বেড় হবে না
৫) ঝড় চলাকালীন পুকুরে গোছল করতে নামবেন না
৬) ঝড় চলাকালীন বড় গাছের নিচে আশ্রয় নিবে না।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।