দেশব্যাপী বৃষ্টিপাত পূর্বাভাস ৫ ই নভেম্বর (মঙ্গলবার) ও ৬ ই নভেম্বর (বুধবার)
একটি শক্তিশালী পশ্চিমা লঘুচাপের প্রভাবে আগামী ৫ ই নভেম্বর (মঙ্গলবার) ও ৬ ই নভেম্বর (বুধবার) দেশের বিভিন্ন বিভাগে উপর বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ঢাকা, বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে হালকা মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
——> সর্বোচ্চ পরিমাণে বৃষ্টির আশংকা রয়েছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে।
—-> সর্বনিম্ন পরিমাণে বৃষ্টির আশংকা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ (৭ ই নভেম্বর মধ্যরাত পর্যন্ত)
ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স (WDs) বা পশ্চিমা লঘু চাপ হল সাব-ট্রপিক্যাল ওয়েস্টারলি জেট এর মধ্যে আটকে পড়া উচ্চ গতিবেগের বায়ুপ্রবাহ যা প ভূ-মধ্য-সাগরের উপরে সৃষ্টি হয়ে পূর্ব দিকে অগ্রসর হয়ে ভারতী উপ মহাদেশে পৌঁছে হিন্দুকুশ, কার্যক্রম এবং পশ্চিম হিমালয়ের উপর শীতকালে বৃষ্টিপাত ও তুষারপাত ঘটায়। শীত কালে প্রতি বছর গড়ে ৬ থেকে ৭ টি শক্তিশালী ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স (WDs) বা পশ্চিমা লঘু চাপ ভারতীয় উপমহাদেশের উপর দিয়ে অতিক্রম করে। ভারত ও বাংলাদেশের উপরে শীতকালে বৃষ্টিপাতের জন্য বেশিভাগ ক্ষেত্রে দায়ী এই পশ্চিমা লঘু চাপ।
এখানে উল্লেখ্য যে এই পশ্চিমা লঘুচাপ বাংলাদেশের উপর দিয়ে অতিক্রমের পরের সপ্তাহেই দেশব্যাপী কুয়াশা ও শীত পড়া শুরু হয়।
“Western disturbances (WDs) are weather systems that bring rain and snow to the northwestern Indian subcontinent, Pakistan, and the Tibetan Plateau during the winter months“
Western disturbance
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।