শুক্রবারের (নভেম্বর ৩, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস
আজ ৩ রা নভেম্বর শুক্রবার দুপুর ১ টার সময় জাপানের হিমাওয়ারি নামক কৃত্রিম ভূউপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র (visible imagery, ব্যান্ড ৩, শূন্য দশমিক ৬৪ মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্য) বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের আকাশে খুবই হালকা পরিমাণের মেঘের উপস্থিতি রয়েছে। তবে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ-পশ্চিম দিকে ঘন মেঘের উপস্থিতি রয়েছে। এই মেঘ থেকে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হচ্ছিল দুপুর ১ টার সময় ও এই বৃষ্টিপাত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদনি-পুর জেলার দিয়ে অগ্রর হচ্ছিল।
ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (দুপুর ১ টা বেজে ২০ মিনিটের সময় প্রাপ্ত চিত্র) মেঘের চিত্র বাংলাদেশের উপর
আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত বৃষ্টিপাত পূর্বাভাসে দেখা যাচ্ছে যে আজ শুক্রবার মধ্য রাতের পর থেকে ভোর এর মধ্যে রাজশাহী বিভাগের কোন-কোন জেলার উপর দিয়ে খুবই হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনার কথা। তবে আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। অর্থাৎ আজ দুপুর ১ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে বাংলাদেশের কোন জেলার উপর বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
গত ৫ দিনের মতো আজ শুক্রবারও বাংলাদেশ উপরে বায়ুচাপ ও বায়ুপ্রবাহের মানচিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ বৃহঃপতিবার বাংলাদেশের ভূ-পৃষ্ঠের উপরে বায়ুর উচ্চ চাপ অবস্থা বিরাজ করতেছে যে কারণে আগামী ২৪ ঘন্টা বাংলাদেশের আকাশে বৃষ্টিপাত সংঘটনের মতো প্রয়োজনীয় মেঘ সৃষ্টি হওয়ার সম্ভাবনা সর্বনিম্ন। বায়ু প্রবাহের চিত্র থেকে দেখা যাচ্ছে যে আজ শুক্রবার বাংলাদেশের উপর বায়ু-প্রবাহিত হচ্ছে উত্তর-পূর্ব দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে (রংপুর-রাজশাহী-খুলনা-ঢাকা বিভাগের দিক থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকে)। বাংলাদেশের স্থল ভাগ থেকে বঙ্গোপসাগরের দিকে বায়ুপ্রবাহের কারণে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প বাংলাদেশের স্থল ভাগে প্রবেশ করতে পারিতেছে না। এইটিও অন্যতম কারণ বাংলাদেশের আকাশ মেঘ মুক্ত থাকার জন্য গত ১ সপ্তাহ থেকে। বাংলাদেশের ভূ-পৃষ্ঠের উপরে বায়ুর এই উচ্চ-চাপ অবস্থা ও বায়ু-প্রবাহের দিক আগামী ১ সপ্তাহ অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে আগামী ১ সপ্তাহ বাংলাদেশের আকাশ মেঘ মুক্ত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে দিনের বেলা।
আজ শুক্রবার দেশের বেশিভাগ জেলার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩১ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠা-নামা করবে। আজ শুক্রবার সারাদেশে বায়ুর গড় আর্দতা ৫০ থেকে ৬০% এর মধ্যে রয়েছে। যার কারণে আজ অপেক্ষাকৃত নাতিশিতোষ আবহাওয়া অনুভূত হওয়ার সম্ভাবনা বেশি পুরো দেশে। পক্ষান্তরে রাতের বেলা আকাশ মেঘমুক্ত থাকার কারণে দ্রুত তাপমাত্রা কমে যাবে ও শীত অনুভূত হবে। আগামীকাল শনিবার রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে জেলাগুলোর উপরে সকাল বেলে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ শুক্রবার দুপুর ২ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস
আজ শুক্রবার দুপুর ২ টার পর থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে পশ্চিমবঙ্গের মেদনিপুর, বান্কুরা, পুরুলিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ জেলার উপর হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে পশ্চিমবঙ্গের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
ছবি (৭.৩ µm এর তরঙ্গ দৈর্ঘ্য): কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (দুপুর ১ টা বেজে ২০ মিনিটের সময় প্রাপ্ত চিত্র) মেঘের শীর্ষের তাপমাত্রা। যে স্থানে তাপমাত্রা যত বেশি ঋনাত্নক সেই স্থানে মেঘের উচ্চতা তত বেশি ও সেই স্থানে মেঘের মধ্যে বৃষ্টির পানির পরিমাণ তত বেশি।
জাপানের হিমাওয়ারি নামক কৃত্রিম ভূ-উপগ্রহের ১০ নম্বর ব্যান্ড (7.3 µm এর তরঙ্গ দৈর্ঘ্য) এর বৈশিষ্ট্য ও আবহাওয়া-বিদরা কোন কাজে ব্যবহার করে থাকে?
জাপানের হিমাওয়ারি নামক কৃত্রিম ভূ-উপগ্রহের ১০ নম্বর ব্যান্ডটি (7.3 µm এর তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করার হয় এই ব্যান্ডে) বাতাসে অবস্থিত জলীয় বাষ্পের বৈশিষ্ট্য ও নিম্ন মধ্য-স্তরের বায়ুমণ্ডলীয় প্রবাহ সম্পর্কে তথ্য জানার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ব্যান্ড বায়ুমণ্ডলের মধ্যম স্তরে অবস্থিত মেঘ এবং মেঘের মধ্যে অবস্থিত জলীয় বাষ্প থেকে নির্গত বিকিরণের পরিমাণ পরিমাপ করে মেঘের এই চিত্র তৈরি করে থাকে। আবহাওয়া পূর্বাভাস-বিদরা এই চিত্রটি ব্যবহার করে থাকেন বায়ুমণ্ডলের মধ্যম স্তরে অবস্থিত জ্বলিয় বাষ্পের বৈশিষ্ট্য যেমন মেঘের প্রবাহের বৈশিষ্ট্য যেমন মেঘ কোন দিকে থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, এবং এই বায়ু প্রবাহের মধ্য দিয়ে চলমান স্বল্প দৈর্ঘ্যের তরঙ্গ এর উপস্থিতি ও সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয়। যেহেতু এই ব্যান্ড প্রায় ৪০০ মিলিবার বায়ুচাপ উচ্চতায় বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য নির্দেশ করতে পারে তাই এই চিত্র ব্যবহার করে জেট স্ট্রিক বা জেট বায়ুপ্রবাহ এর বৈশিষ্ট্য সনাক্ত করতে সাহায্য করে।
জাপানের হিমাওয়ারি নামক কৃত্রিম ভূ-উপগ্রহের ১৬ টি ব্যান্ড বা চ্যানেলের মধ্যে ৩ টি ব্যান্ড ব্যবহার করা হয় বায়ুমণ্ডলের অবস্থিত জ্বলিয় বাষ্পের বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য। এর মধ্যে ১০ নম্বর ব্যান্ড যা 7.3 µm দৈর্ঘ্যের তরঙ্গ ব্যবহার করে। এই ব্যান্ডকে “নিম্ন-স্তরের জলীয় বাষ্প” ব্যান্ড বলা হয়ে থাকে। এই ব্যান্ডের মাধ্যমে সাধারণত মেঘমুক্ত অঞ্চলে, ও মিডট্রোপোস্ফিয়ারের মধ্যে ( 500-750 hPa), নিম্ন ট্রপোস্ফিয়ারিক বায়ু ট্র্যাক করতে, জেট স্ট্রিক সনাক্ত করতে ও মনিটর করতে ব্যবহৃত হয়। কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, নিম্ন স্তরের বায়ুর সম্ভব্য আর্দ্রতা (বায়ুমণ্ডলে অবস্থিত আর্দ্রতার উল্লম্ব প্রোফাইল নির্ণয়ের জন্য), কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাযুক্ত অঞ্চল চিহ্নিত করন, বায়ুর মধ্যে অশান্তি বিদ্যমান, ও আগ্নেয়গিরি থেকে নির্গত ধুয়ার কুঁদুলির মধ্যে অবস্থিত সালফার ডাই অক্সাইড (SO2) সমৃদ্ধ বায়ু, এবং লেক এর প্রভাবে সৃষ্ট মেঘ ও তুষার এর ব্যান্ড ট্র্যাক করে।
৩ দিনের বৃষ্টিপাত পূর্বাভাস (নভেম্বর মাসের ৬ তারিখ পর্যন্ত)
আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো থেকে প্রাপ্ত পূর্বাভাস ও আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন সূচক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর উপর ১০ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত ও বাংলাদেশ খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের কোন-কোন জেলার উপরে ৫ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।