মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ৪বি (04B (Four)) সৃষ্টি হয়ে বরিশাল ও খুলনা বিভাগের উপর দিয়ে স্থল ভাগে আঘাত করেছে
আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের তথ্য দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি আজকে দিনের শুরুতে নিম্নচাপ, এর পরে গভীর নিম্নচাপে ও দুপুর ৩ টার পরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ৪বি (04B (Four)) যেহেতু ২০২৩ সালে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ৪ নম্বর ঘূর্ণিঝড় এটি। আজ দুপুর ৩ টার সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রের অবস্থান ছিলও চট্টগ্রাম থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের সবোচ্চ গতিবেগ পরিমাপ করা হয়েছে ঘন্টায় প্রায় ৬৫ কিলোমিটার দমকা হাওয়া সহ যা ঘন্টায় প্রায় ৮৩ কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হয়েছে। সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ঘূর্ণিঝড়টি ঘন্টায় ৩০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বরিশাল ও খুলনা বিভাগের উপকূল দিয়ে স্থল ভাগে আঘাত করেছে। ঘুর্নিঝড় কেন্দ্রে বাতাসের সর্বনিম্নচাপ ছিলো ৯৯০ মিলিবার। সমুদ্রে ঢেউ এর উচ্চতা ১৫ ফুট পরিমাপ করা হয়েছে।
আজ মঙ্গলবার রাত ৮ টার সময় ঘূর্ণিঝড় ৪বি (04B (Four)) এর কেন্দ্র খুলনা বিভাগের সাতক্ষীরা খুলনা ও বাগেরহাট জেলার উপরে অবস্থান করছে। আজ রাত ৮ টার পর থেকে ভোর পর্যন্ত বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলো ও ঢাকা বিভাগের পদ্মা নদীর দক্ষিণের জেলাগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
সেন্টমার্টিন দ্বীপ থেকে সংগৃহীত তথ্যে জানা গেছে যে আজ দুপুর পর্যন্ত তিনটি ফিশিং ট্রলার সাগরে ডুবে ভেঙে গেছে। সেই সাথে উচ্চগতির বাতাসের কারণে সাগর পাড়ের কয়েকটি ঘরবাড়ি ভেঙে গেছে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।