রবিবারের (২৮ শে মে, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস
আজ রবিবার ২৮ শে মে, ২০২৩ দেশের বেশিভাগ জেলা বৃষ্টিপাত মুক্ত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ চিত্র বিশ্লেষণ করা দেখা যাচ্ছে যে দেশের আকাশ দিয়ে খুব ধীরগতির বাতাস বইতেয়ে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। ভূ-পৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে-সাথে বায় প্রবাহের গতির দিকেরও খুব বেশি কোন তারতম্য দেখা যাচ্ছে না। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ঊর্ধ্ব আকাশে এখনও জেট স্ট্রিম এর উর্ধমুখি অর্ধেক অংশ বিরাজ করতেছে যে কারণে বাংলাদেশের ভূ-পৃষ্টের কাছা-কাছি স্থানে এখনও বায়ুর নিম্নচাপ অবস্থা বিরাজ করছে যে কারণে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের আকাশে মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে।
আজ রবিবার সন্ধ্যার পর থেকে মধ্য রাত্রি পর্যন্ত খুলনা বিভাগের কো-কোন জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা দেখে যাচ্ছে। বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, গোপালগজে জেলার উপর দিয়ে বিকেল ৫ টার পর থেকে রাত ৮ টার মধ্যে কাবৈশাখি ঝড়, ও বজ্রপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যার পরে ময়মনসিংহ ও সিলেট বিভাগের মেঘালয় পর্বতের সীমান্তবর্তী জেলাগুলো বিশেষকরে নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট ইত্যাদি জেলার উপর সন্ধ্যার পরে কালবৈশকখি ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যার পর থেকে মধ্যরাত্রির মধ্যে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো যেমন সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট ইত্যাদি জেলার উপর বিচ্ছিন্ন ভাবে বজ্র সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছ।
আজ ঢাকা শহরের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, নাই বললেই চলে।
তাপপ্রবাহ পূর্বাভাস:
আগামী ১ সপ্তাহ দিনের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও খুলনা বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুোর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রইলেও বড় তাপপ্রবাহ অতিক্রম করার কোন সম্ভাবনা দেখা যাচ্ছ না। এছাড়া দেশের অন্যান্য বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা বেশি।
মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশের পূর্বাভাস:
মৌসুমি বায় গত ১৯ শে মে আন্দামান ও নিকবার দ্বীপের দক্ষিণ-পূর্ব পাশে পৌঁছেছিলো। এর পর থেকে মৌসুমি বায়ু ঠিক ঐ স্থানের স্থবির হয়ে রয়েছে। ঐতিহাসিক ভাবে ৩১ শে হলও মৌসুমি বায়ু বাংলাদেশে পৌঁছানোর সময়। তবে আজ ২৮ শে মে, ২০২৩ পর্যন্ত মৌসুমি বায়ুর অবস্থানের চিত্র বিশ্লেষণ করা অশাংকা করা হচ্ছে যে ২০২৩ সালের মৌসুমি বায়ু স্বাভাবিকের চেয়ে ১০ দিন পরে বাংলাদেশের কক্সবাজার জেলার উপকূলে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।