বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপরে সম্ভব্য বৃষ্টিপাত পূর্বাভাস (আপডেট ১৬ ই জানুয়ারি, ২০২৪): বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি ১৮ ই জানুয়ারি।
বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি ১৮ ই জানুয়ারি ভোর ৪ টার পর থেকে ১৮ ই জানুয়ারির সন্ধ্যা ৬ টার মধ্যে। যে পশ্চিমা লঘু চাপের ফলে বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা অনেক বেশি দক্ষিণে বঙ্গোপসাগরের উপরে সরে গেছে ও আগামী ২ দিনে আরও বেশি দক্ষিণে সরে যাওয়ার সম্ভাবনা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। ফলে পূর্বে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উপরে বৃষ্টি শুরু হয়ে পশ্চিমবঙ্গের উপরে দিয়ে বাংলাদেশের রাজশাহী ও খুলনা বিভাগের জেলেগুলোর উপর দিয়ে বাংলাদেশের প্রবেশের সম্ভাবনা নির্দেশ করলেও আজ ১৬ ই জানুয়ারি সর্বশেষ পূর্বাভাস অনুসারে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা নির্দেশ করতেছে ঝাড়খণ্ড রাজ্যের দক্ষিণ ও ওড়িশা রাজ্যের উপরে। সর্বশেষ পূর্বাভাস অনুসারে রাজশাহী বিভাগের রাজশাহী ও চাপাইনবাব গঞ্জ জেলার উপরে সামান্য পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর উপর দিয়ে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা নির্দেশ করতেছে। তবে আগামীকালের আপডেটে নিশ্চিত করে বলা যাবে কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও কখনও বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে।
সর্বশেষ পূর্বাভাস অনুসারে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপরে স্থান ভেদে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ ১০ থেকে ৫০ মিলিমিটার পর্যন্ত।
প্রধান-প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেল নির্দেশিত সম্ভব্য মোট বৃষ্টিপাতের চিত্র নিচে যোগ করা হলও। এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ১৭ ই জানুয়ারি দুপুরের পর থেকে ১৯ শে জানুয়ারি সন্ধ্যার ৬ টার মধ্যে।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেম মডেল থেকে প্রাপ্ত নিচের চিত্রের দেখা যাচ্ছে সম্ভাব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ।
ছবি: আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেল থেকে প্রাপ্ত চিত্রের দেখা যাচ্ছে সম্ভাব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ।
ছবি: যুক্তরাজ্যের আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে সম্ভাব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ
ছবি: দক্ষিণ কোরিয়ার আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে সম্ভাব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ
ছবি: ৯ টি মডেল থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের সম্ভাব্য গড় মোট বৃষ্টিপাতের পরিমাণ।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের স্থল ভাগের উপরে বায়ুর নিম্নচাপের কারণে (কুয়াশা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে) আজ দুপুর ৩ টার মধ্যে দেশের ৬ টি বিভাগের উপর থেকে কুয়াশা সরে গিয়ে সূর্যের আলো দেখা গেছে।
আগামীকাল বুধবার সকাল ১০ টার মধ্যে দেশের বেশিভাগ জেলার উপর থেকে কুয়াশা সরে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে দেশের বেশিভাগ জেলার উপর থেকে খুবই কম পরিমাণ কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
ছবি: উরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে ভারতের উত্তর-পশ্চিম দিকের রাজ্যগুলোর দিক থেকে মেঘ দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। পশ্চিমা লঘুচাপের কারণে এই মেঘের সৃষ্টি হয়েছে। এই মেঘ ভারতের মধ্যাঞ্চলের পাহাড়ি এলাকায় বাধাপাপ্ত হয়ে গভীর মেঘের সৃষ্টি করবে আগামীকাল সকালে সূর্য উঠার পর থেকে।
ছবি: উরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে ভারতের উত্তর-পশ্চিম দিকের রাজ্যগুলোর দিক থেকে মেঘ দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। পশ্চিমা লঘুচাপের কারণে এই মেঘের সৃষ্টি হয়েছে। এই মেঘ ভারতের মধ্যাঞ্চলের পাহাড়ি এলাকায় বাধাপাপ্ত হয়ে গভীর মেঘের সৃষ্টি করবে আগামীকাল সকালে সূর্য উঠার পর থেকে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।