শুক্রবারের (সেপ্টেম্বর ২২, ২০২৩) বৃষ্টিপাত পূর্বাভাস
পশ্চিমা লঘুচাপের প্রভাবে আজ শুক্রবার দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে দেশের ৬৪ টি জেলার উপরেই বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ শুক্রবার রাজশাহী,খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার ভোর ৬ টা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নিম্নরূপ:
ছবি কৃতজ্ঞতা: বাংলাদেশ বিমান বাহিনীর আবহাওয়া বিভাগ কর্তৃক পরিচালিত রাডার থেকে প্রাপ্ত রিফলেকটিভিটি (মেঘের মধ্যে অবস্থিত বৃষ্টির কণায় বাধাপ্রাপ্ত হয়ে রাডারের গ্রাহক যন্ত্রে প্রতিফলিত রশ্মির পরিমাণ) মানচিত্র। চিত্রের লাল রং ভারি বৃষ্টি; হলুদ রং মাঝারি মানের বৃষ্টি ও সবুজ রং হালকা মানের বৃষ্টি নির্দেশ করে। [দুপুর ১২ টা বেজে ২০ মিনিট]
খুলনা বিভাগ: আজ শুক্রবার দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে খুলনা বিভাগের সকল জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা প্রায় ১০০%/। যে রকম ভাবে বৃষ্টি চলতেছে তা আজ সরাদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পরে আর এক দফা ভারি বৃষ্টি খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার আবারও প্রায় সারাদিন খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: আজ শুক্রবার রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ তীব্র বজ্রপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের সকল জেলার উপরে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর ও বগুড়া জেলার উপরে।
ঢাকা বিভাগ: আজ শুক্রবার দুপুর ২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ঢাকা বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পদ্মানদীর উপকূলবর্তী জেলাগুলোর উপরে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর ১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ঢাকা শহরের উপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে। দুপুর ১ টার পর থেকে ৫ টার মধ্যে টাঙ্গাইল, গাজীপুর ও নরসিংদী জেলার উপরে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আজ শুক্রবার আবারও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা শহরের উপরে। দুপুর ২ টার পর থেকে বিকেল ৪ টা পর্যন্ত সময় ধরে ঢাকা শহরের উপরে দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: আজ শুক্রবার দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। দুপুর ১২ টার পর থেকে বিকেল ৩ টার মধ্যে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ও চট্টগ্রাম জেলার উপর দিয়ে ভারি বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: আজ শুক্রবার দুপুর ১২ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ময়মনিসংহ বিভাগের ময়মনিসংহ ও নেত্রকোনা জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। দুপুর ১ টার পর থেকে ৩ টার মধ্যে জামালপুর জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: আজ শুক্রবার সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে ২ থেকে ৩ বার বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রথমবার দুপুর ১ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। এর পরে বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: আজ শুক্রবার রংপুর বিভাগের জেলাগুলোর উপরে ২ থেকে ৩ বার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমবার দুপুর ১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাট জেলার উপরে। এর পরে দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ বিকালের পর থেকে আগামীকাল শনিবার ভোর এর মধ্যে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে ভারি থেকে খুবই ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: আজ শুক্রবার দুপুর ১ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে হালকা মানের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস
আজ শুক্রবার পশ্চিমবঙ্গের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বাংলাদেশের খুলনা ও রাজশাহী বিভাগের নিকটবর্তী পশ্চিমবঙ্গের জেলাগুলোর উপরে। সবচয়ে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদহ, মুর্শিদাবাদ, বর্ধমান, চব্বিশ পরগনা জেলার উপরে। আজ দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলী, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মেদিনীপুর, ও বর্ধমান জেলার উপরে।
ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (দুপুর ১২ টা বেজে ১০ মিনিট) মেঘের শীর্ষের তাপমাত্রা। যে স্থানে তাপমাত্রা যত বেশি ঋনাত্নক সেই স্থানে মেঘের উচ্চতা তত বেশি ও সেই স্থানে মেঘের মধ্যে বৃষ্টির পানির পরিমাণ তত বেশি।
ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (দুপুর ১২ টা) মেঘের চিত্র বাংলাদেশের উপরে।
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।