বৃহঃপতিবারের (অক্টোবর ৫, ২০২৩) বৃষ্টিপাত পূর্বাভাস
লঘুচাপের কারণে কারণে সৃষ্ট ঘূর্ণ্যমান মেঘের কেন্দ্রটি আজ বৃহঃপতিবার দুপুর ৩ টার সময় রাজশাহী ও খুলনা বিভাগের মধ্যবর্তী স্থানের স্থলভাগের উপরে অবস্থান করছিল। এই লঘুচাপের প্রভাবে আজ বৃহঃপতিবার সকাল থেকেই রাজশাহী, খুলনা, ঢাকা, চট্টগ্রাম ময়মনসিংহ বিভাগের উপর বৃষ্টি হচ্ছে। আজ বিকেল ৪ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে দেশের ৮ টি বিভাগের উপরেই মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নিম্নরূপ:
ছবি কৃতজ্ঞতা: বাংলাদেশ বিমানবাহিনীর আবহাওয়া বিভাগ কর্তৃক পরিচালিত রাডার থেকে প্রাপ্ত রিফলেকটিভিটি (মেঘের মধ্যে অবস্থিত বৃষ্টির কণায় বাধাপ্রাপ্ত হয়ে রাডারের গ্রাহক যন্ত্রে প্রতিফলিত রশ্মির পরিমাণ) মানচিত্র। চিত্রের লাল রং ভারি বৃষ্টি; হলুদ রং মাঝারি মানের বৃষ্টি ও সবুজ রং হালকা মানের বৃষ্টি নির্দেশ করে। [বিকেল ৪ টা]
খুলনা বিভাগ: আজ বৃহঃপতিবার বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, মাগুরা, কুষ্টিয়া, যশোর জেলার উপরে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
বরিশাল বিভাগ: আজ বৃহঃপতিবার বরিশাল বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা প্রায় ১০০%, বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। সবচেয়ে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল, পিরোজপুর ও ভোলা জেলার ভিতরের (উপকূল থেকে দূরবর্তী) উপজেলাগুলোর উপরে।
রাজশাহী বিভাগ: আজ বৃহঃপতিবার সকাল থেকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টি হচ্ছে। চলমান বৃষ্টিপাত সন্ধ্যা ৭ টার পরে থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশিভাগ জেলার উপরে। তবে বগুড়া, সিরাজগঞ্জ, ও জয়পুরহাট জেলার উপরে আজ রাতেও বৃষ্টির প্রবল সম্ভাবান রয়েছে।
ঢাকা বিভাগ: আজ বৃহঃপতিবার সকাল ১১ টার পর থেকে ঢাকা বিভাগের উত্তরের জেলাগুলোর উপরে বৃষ্টি শুরু হয়েছে। দুপুর ২ টার পরে ঢাকা শহরে গুড়ি-গুড়ি বৃষ্টি শুরু হয়েছে যা দিনের সময় বাড়ার সাথে-সাথে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের পদ্মা নদীর দক্ষিণের সকল জেলার উপরে ভারি থেকে খুবই ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গোপালগঞ্জ, শরিয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ি জেলার উপরে দিয়ে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা বিভাগের জেলাগুলোর উপর চলমান বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছ রাত ১০ টা পর্যন্ত।
আজ বৃহঃপতিবার ঢাকা শহরের উপর যে বৃষ্টি শুরু হয়েছে দুপুর ২ টার সময় তা রাত ৮ টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: আজ বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে ২ বার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল ৪ টার পর থেকে রাত ৮ টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল ৫ টার পর থেকে বরিশাল ও ঢাকা বিভাগের দিক থেকে আগত বৃষ্টিপাত ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ব্রাক্ষমণবাড়িয়া জেলার উপর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্য উপরে দিয়ে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন জেলার দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: আজ বৃহঃপতিবার বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাত ১২ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে সুনাগন্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী এলাকায় বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: আজ বৃহঃপতিবার সন্ধ্যা ৬ টার পর থেকে আগামীকাল শুক্রবার ভোর ৬ টার মধ্যে ময়মনিসংহ বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শেরপুর ও জামালপুর জেলার উপরে।
রংপুর বিভাগ: আজ বৃহঃপতিবার সন্ধ্যা ৬ টার পর থেকে আগামীকাল শুক্রবার ভোর ৬ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির লালমনির হাট, খুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার উপরে।
পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস
লঘুচালের কেন্দ্রটি আজ বৃহঃপতিবার বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্য ও দক্ষিনাম্বচলীয় জেলাগুলোর উপরে বিচ্ছিন্ন ভাবে কোন কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিকেল ৪ টার পর থেকে আগামীকাল শুক্রবার ভোর ৬ টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর-দুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, ও মালদহ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর-দুয়ার জেলার উপরে।
ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (দুপুর ৩ টা বেজে ২০ মিনিট) মেঘের শীর্ষের তাপমাত্রা। যে স্থানে তাপমাত্রা যত বেশি ঋনাত্নক সেই স্থানে মেঘের উচ্চতা তত বেশি ও সেই স্থানে মেঘের মধ্যে বৃষ্টির পানির পরিমাণ তত বেশি।
ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (দুপুর ৩ টা বেজে ৪০ মিনিট) মেঘের চিত্র বাংলাদেশের উপরে
ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী
১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া ডট কম ওয়েবসাইটের নাম কিংবা মোস্তফা কামাল পলাশ (আবহাওয়া ও জলবায়ু গবেষক, সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাসকাটুন, কানাডা) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।
২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না।