আজ রবিবার রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বজ্র-সহ বৃষ্টি হতে যাচ্ছে
আজ রবিবার দিবাগত রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বজ্র-সহ বৃষ্টি হতে যাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার উপর দিয়ে রাত ৩ টার পর থেকে পঞ্চগড় ও ঠাকুরগাঁ জেলার উপর দিয়ে বজ্র-সহ বৃষ্টি রংপুর বিভাগের জেলাগুলোর উপর প্রবেশ করতে যাচ্ছে। এই বৃষ্টি রংপুর বিভাগের সকল জেলার উপর দিয়ে অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে সকাল ৮ টার মধ্যে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভাগলপুর জেলার উপর আর একটি বজ্র-বৃষ্টির শুরু হয়েছে যা রাজশাহী বিভাগের জেলাগুলোর দিয়ে অগ্রসর হচ্ছে। এই বৃষ্টি ভোর ৪ টার পর থেকে জয়পুরহাট ও চাপাই নবাবগঞ্জ জেলার উপর দিয়ে বজ্র-সহ রজাহশী বিভাগের জেলাগুলোর উপর অতিক্রম করতে যাচ্ছে ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে অতিক্রম করতে যাওয়া এই বজ্র-বৃষ্টি ভোর ৬ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপর দিয়ে ও সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য: রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দিক থেকে আগত এই বৃষ্টি ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ জেলার উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে। এই বৃষ্টি যদি অনেক বেশি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয় সেই ক্ষেত্রে ঢাকা শহরের উপর দিয়ে অতিক্রম করার সামান্য কিছু সম্ভাবনা রয়েছে। সকাল ৬ টা থেকে ৭ টার মধ্যে আর একটি পূর্বাভাস দিয়ে জানিয়ে দেওয়া হবে এই বৃষ্টি ঢাকা শহরের উপর দিয়ে অতিক্রম করবে কি না।