একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবারের (জুলাই ১, ২০২৫) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 22k 12k
মঙ্গলবারের (জুলাই ১, ২০২৫) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ মঙ্গলবার দুপুর ১ টা বেজে ৫০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ দেশের বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি খুলনা, সিলেট, ময়মনিসংহ বিভাগের যেগুলোর উপরে। সন্ধ্যার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৬ টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি ময়মনিসংহ, রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে।
বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা বেশি:
খুলনা বিভাগ: খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল [সম্ভব্য সময় দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টা]
ময়মনিসংহ বিভাগ: ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা [সম্ভব্য সময় দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টা]। শেরপুর, জামালপুর জেলা [সম্ভব্য সময় রাত ১০ টার পর থেকে বুধবার সকাল ৬ টা]
সিলেট বিভাগ: মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা [সম্ভব্য সময় দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টা]। সুনামগঞ্জ ও সিলেট জেলা [সম্ভব্য সময় রাত ১০ টার পর থেকে বুধবার সকাল ৬ টা]
ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ ও গাজীপুর জেলা [সম্ভব্য সময় দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টা]
বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি জেলা [সম্ভব্য সময় দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টা]
রংপুর বিভাগ: দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলা [সম্ভব্য সময় রাত ১০ টার পর থেকে বুধবার সকাল ৬ টা]
রাজশাহী বিভাগ: বগুড়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ জেলা [সম্ভব্য সময় রাত ৮ টার পর থেকে বুধবার সকাল ৬ টা]
চট্রগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কক্সবাজার, বান্দরবন [বৃষ্টিপাতের অল্প সম্ভাবনা রয়েছে দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে]


Related Post