সোমবার (জুন ১২, ২০২৩) দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে মধ্যরাত্রি পর্যন্ত বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ সোমবার দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে মধ্যরাত্রির মধ্যে খুলনা, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের যে সকল জেলায় আজ সকালের পর থেকে এখনও বৃষ্টিপাত হয় নাই সেকল জেলায় বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্ভাবনা অনেক বেশি যে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপর দিয়ে দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে; চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী জেলার উপর দিয়ে দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে ও উত্তর চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার উপর দিয়ে বিকেল ৪ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে; মধ্যচট্রগ্রাম, রাঙ্গামাটি জেলার উপর দিয়ে বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে; দক্ষিণ চট্টগ্রাম ও বান্দরবন ও কক্সবাজার জেলার উপর দিয়ে বিকেল ৬ টার পর থেকে রাত ৯ টার মধ্যে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোতে বিশেষ করে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, নড়াইল ও ঢাকা বিভাগের গোপালগঞ্জ, মাগুরা জেলায় আজ বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।