শনিবারের (১ লা ফেব্রুয়ারী, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস: আজ থেকে আবারও কুয়াশা ও ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার আশংকা করা যাচ্ছে।
আজ শনিবার সকাল ১১ টা বেজে ২০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে ঢাকা, বরিশাল ও সিলেট সিলেট বিভাগের জেলাগুলোর উপরে হালকা ঘনত্বের সঞ্চরণশীল মেঘের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। তবে এই মেঘের কারণে আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম। একই সময়ে রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপরে কুয়াশার উপস্থিত লক্ষ করা গেছে। রংপুর বিভাগের জেলাগুলোর উপর থেকে কুয়াশা সরে যেতে দুপুর ২ টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
আজ শনিবার সন্ধ্যার পর থেকে দেশের সকল বিভাগে কুয়াশার পড়া শুর হবে ও রাতের সময় বৃদ্ধির সাথে-সাথে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। আজ রাতে দেশের দক্ষিণাঞ্চলের সড়ক-মহাসড়ক ও নৌপথে খুবই ঘন কুয়াশা পড়ার আশংকা করা যাচ্ছে। ফলে আজ রাতে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের সকল সড়ক ও মহাসড়কে এবং নৌ-পথে চলাচল এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে ব্যক্তিগত যানবাহনকে। বাণিজ্যিক যানবাহন-গুলোকে কুয়াশার ঘনত্ব অনুসারে গতি-সীমা খুবই সীমিত রেখে চলাচল করার পরামর্শ দেওয়া যাচ্ছে।
ছবি: আগামীকাল রবিবার সকাল ৬ টার সময় বাংলাদেশের বিভিন্ন জেলার উপরে বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ।
রবিবার সকালে দেশের বেশিভাগ জেলা মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার চাদরে ঢাকা থাকার আশংকা করা যাচ্ছে।
উপরের ছবিতে যে সকল স্থানে বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫% কিংবা তা অপেক্ষা বেশি নির্দেশ করতেছে সেই সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।