একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

মঙ্গলবারের (সেপ্টেম্বর ১৭, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ সৃষ্টির আশংকা

Blog Image
Email : 4569k 12k

মঙ্গলবারের (সেপ্টেম্বর ১৭, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ সৃষ্টির আশংকা

বাংলাদেশ বিমান বাহিনীর যশোর রাডার এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের কোলকাতা শহরে অবস্থিত রাডার থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে গভীর নিম্নচাপটি পুরোপুরি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের আকাশ ত্যাগ করে ভারতের ঝাড়খণ্ড ও ছত্তিসগড় রাজ্যের উপরে অবস্থান করছে ও আজ সকাল ৯ টার সময় পর্যন্ত গভীর নিম্নচাপের শক্তি বাজায় রেখেছে। তবে সুসংবাদ হলও যে আজ মঙ্গলবার সন্ধ্যার পূর্বে বাংলাদেশের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

তবে মানিকগন্জ, ফরিদপুর, রাজবাড়ি জেলার কোন-কোন উপজেলার উপরে গুড়ি-গুড়ি বৃষ্টি হওয়ার কিছু সম্ভাবনা রয়েছে।


ছবি: জাপানের কৃত্রিম বহু-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র (সকাল ১০ টা বেজে ০ মিনিট)।

আজ মঙ্গলবার বিভাগ ভিত্তিক বৃষ্টিপাত পূর্বাভাস নিম্নরূপ:

ঢাকা বিভাগ: আজ মঙ্গলবার সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আজ ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

বরিশাল বিভাগ: আজ মঙ্গলবার বরিশাল বিভাগের দুই একটি স্থানে খুব অল্প সময়ের জন্য হালকা পরিমাণে বৃষ্টির সামান্য কিছু সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগ: আজ মঙ্গলবার সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজ রাতে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে হালকা মানের বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগ: আজ মঙ্গলবার খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর দুই একটি স্থানে খুব অল্প সময়ের জন্য হালকা পরিমাণে বৃষ্টির সামান্য কিছু সম্ভাবনা রয়েছে। আজ থেকে আবারও খুলনা বিভাগের জেলাগুলোর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াসের উপরে উঠার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার থেকে খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপ-প্রবাহ শুরু হতে পারে।

রাজশাহী বিভাগ: আজ মঙ্গলবার রাজশাহী বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজ থেকে আবারও রাজশাহী বিভাগের জেলাগুলোর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াসের উপরে উঠার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপ-প্রবাহ শুরু হতে পারে।

রংপুর বিভাগ: আজ মঙ্গলবার রংপুর বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজ থেকে আবারও রংপুর বিভাগের জেলাগুলোর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াসের উপরে উঠার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার থেকে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপ-প্রবাহ শুরু হতে পারে।

ময়মনসিংহ বিভাগ: আজ মঙ্গলবার ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আগামীকাল বুধবার থেকে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপ-প্রবাহ শুরু হতে পারে।

চট্টগ্রাম বিভাগ: আজ মঙ্গলবার সন্ধ্যার পূর্বে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ সন্ধ্যা ৭ টার পর থেকে বুধবার সকাল ৭ টার মধ্যে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে হালকা মানের বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যের উপরে বৃষ্টিপাত পূর্বাভাস

পশ্চিমবঙ্গ রাজ্য: আজ মঙ্গলবার সন্ধ্যার পূর্বে পশ্চিমবঙ্গের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

ত্রিপুরা রাজ্য: আজ সোমবার দুপুর ১ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবন খুবই কম।

আসাম রাজ্য: আজ মঙ্গলবার সন্ধ্যার পূর্বে আসাম রাজ্যের পূর্ব দিকের ৩ টি জেলার (করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছার) উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস

আগামী সপ্তাহে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আর একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। সম্ভব্য এই নিম্নচাপটিও বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার এবং মায়ানমারের রাখাই রাজ্যের উপকূলবর্তী সমুদ্রের উপরে সৃষ্টির আশংকা করা যাচ্ছে আগামী ২২/২৩ শে সেপ্টেম্বর ( রবিবার/সোমবার)। সম্ভব্য এই নিম্নচাপটিও গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশংকা করা যাচ্ছে। সম্ভাব্য আগামী নিম্নচাপটির কারণে আবারও চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের উপর দিয়ে অতিক্রম করে ভারতে পশ্চিমবঙ্গের প্রবেশ করার আশংকা করা যাচ্ছে। সেই সাথে আবারও চট্টগ্রাম ও পার্বত্য চট্রগ্রমাের জেলাগুলোর উপরে ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে। একই ভাবে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরেও ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

Related Post