রবিবারের (২২ শে জুন, ২০২৫) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ রবিবার সকাল ৮ টা বেজে ২০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ রবিবার সকাল ৯ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, ময়মনিসংহ, রাজশাহী, ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা বেশি:
ময়মনিসংহ বিভাগ: শেরপুর, নেত্রকোনা, জামালপুর জেলা [সম্ভব্য সময় সকাল ৯ টার পর থেকে দুপুর ১ টা]
সিলেট বিভাগ: সকল জেলা [সম্ভব্য সময় ভোর ৪ টার পর থেকে সকাল ৯ টা]
ঢাকা বিভাগ: মানিকগঞ্জ, রাজবাড়ী, গাজীপুর, টাঙ্গাইল [সম্ভব্য সময় সকাল ৯ টার পর থেকে দুপুর ১ টা]
রংপুর বিভাগ: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী [সম্ভব্য সময় সকাল ৯ টার পর থেকে দুপুর ১ টা] এবং লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর [সম্ভব্য সময় সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টা]
রাজশাহী বিভাগ: বগুড়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী জেলা [সম্ভব্য সময় সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টা]
বরিশাল বিভাগ: বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী [সম্ভব্য সময় সকাল ৯ টার পর থেকে দুপুর ১ টা]
খুলনা বিভাগ: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ইতিমধ্যেই বৃষ্টি চলতেছে; যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর [সম্ভব্য সময় সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টা]
চট্রগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর [বৃষ্টিপাতের অল্প সম্ভাবনা রয়েছে সকাল ১১ টার পর থেকে
বিকেল ৫ টার মধ্যে]