১৫ ই ফেব্রুয়ারির আবহাওয়া পূর্বাভাস: ২১, ২২ ও ২৩ শে ফেব্রুরায়ী ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের আশংকা
আগামী ২০ ই ফেব্রুয়ারি থেকে ২৫ শে ফেব্রুয়ারি এর মধ্যে ভারত ও বাংলাদেশের উপর দিয়ে একটি শক্তিশালি পশ্চিমা লঘুচাপ অতিক্রমের প্রবল সম্ভাবনা নির্দেশ করতেছে ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকান আবহাওয়া পূর্বাভাস মডেল সহ অন্যান্য সকল দেশের আমেরিকান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। একই সময়ে ভারতের ওড়িশা ও পশ্চিম বঙ্গ রাজ্যের স্থলভাগের উপরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। শক্তিশালি পশ্চিমা লঘুচাপ ও স্থলভাগের উপরে একটি লঘুচাপ এর মিলিত প্রভাবে আগামী ২১, ২২ ও ২৩ শে ফেব্রুরায়ী ভারতের ওড়িশা রাজ্য, পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলো এবং বাংলাদেশের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়ন এর ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ (২৪ শে ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত)।
বৃষ্টিপাতের সম্ভব্য তারিখ ও স্থান নিম্নরূপ (আজ ১৫ ই ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া সর্বশেষ পূর্বাভাস অনুসার):
২০ শে ফেব্রুয়ারি (হালকা পরিমাণে বৃষ্টিপাত): পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলো এবং বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের জেলাসমূহ [হালকা সম্ভাবনা]
২১ শে ফেব্রুয়ারি (হালকা পরিমাণে বৃষ্টিপাত): পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলো এবং বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের জেলাসমূহ [মাঝারি সম্ভাবনা]
২২ শে ফেব্রুয়ারি (মাঝারি পরিমাণে বৃষ্টিপাত): পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলো এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ [প্রবল সম্ভাবনা]
২৩ শে ফেব্রুয়ারি (মাঝারি পরিমাণে বৃষ্টিপাত): পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলো এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ [প্রবল সম্ভাবনা]
২৪ শে ফেব্রুয়ারি (মাঝারি পরিমাণে বৃষ্টিপাত): সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ [খুবই সামান্য সম্ভাবনা]
তীব্র বজ্রপাতের পূর্বাভাস
আগামী ২২ ও ২৩ শে ফেব্রুরায়ী ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলো এবং বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। ফলে ঐ দুই দিন আকাশে সস্বচারনশীল ঘন মেঘ দেখার পরে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। মনে রাখতে হবে যে বৃষ্টি শুরুর ১৫ থেকে ৩০ মিনিট পূর্বেই কোন স্থানে বজ্রপাত আঘাত করতে পারে। একই ভাবে বৃষ্টি শেষ হয়ে যাওয়ার ৩০ মিনিট পরেও বজ্রপাত ঝুঁকি থাকে।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়ন এর ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ (২২ শে ফেব্রুয়ারি বিকেল ৬ টার সময়)।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়ন এর ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ (২৩ শে ফেব্রুয়ারি সকাল ৬ টার সময়)।
আলু ও তরমুজ চাষিদের জন্য জরুরী বৃষ্টিপাত সতর্কতা
আগামী ২১, ২২ ও ২৩ শে ফেব্রুরায়ী ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলো এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে ২০ থেকে ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। আলু ও তরমুজের জমিতে পানি জমে থাকার আশংকা করা যাচ্ছে। ১৮ ই ফেব্রুয়ারির পরে আলু ও তরমুজ চাষিদের জমিতে কৃত্রিম সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। জমিতে অতিরিক্ত পানি নিষ্কাশন ব্যবস্হা করে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে।
ইট ভাটার মালিকদের জন্য জরুরী বৃষ্টিপাত সতর্কতা
খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলো ইট ভাটার মালিকদের সূর্যের আলোতে শুকানোর জন্য বাহিরে রাখা কাচা ইট ঢেকে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে ২২ ও ২৩ তারিখে। এই দুই দিন মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে যার কারণে ইট গলে যাওয়ার আশংকা রয়েছে।