একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

১৬ ই ফেব্রুয়ারির (রবিবারের) আবহাওয়া পূর্বাভাস: ২১ থেকে ২৪ শে ফেব্রুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা অপরিবর্তিত রয়েছে।

Blog Image
Email : 805k 12k

১৬ ই ফেব্রুয়ারির (রবিবারের) আবহাওয়া পূর্বাভাস


আহ রবিবার দুপুর ১ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র বিশ্লেষণ করা বাংলাদেশের ৬৪ টি জেলার আকাশ মেঘ মুক্ত অবস্থায় দেখা গেছে। আগামী ২৪ ঘন্টা বাংলাদেশের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। 


কুয়াশা পূর্বাভাস: 

আগামীকাল সোমবার সকাল ৬ টার সময় খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। 


আসন্ন বৃষ্টিপাত সম্বন্ধে কিছু প্রশ্নের উত্তর

আসন্ন বৃষ্টিপাত সম্বন্ধে অনেকেই জানতে চেয়েছেন একটানা ৪/৫ দিন বৃষ্টিপাত হবে কি না? কিংবা দেশের সকল বিভাগের উপরে ৪/৫ দিন বৃষ্টিপাত হবে কি না?  

আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামী ২০ এ ফেব্রুয়ারি থেকে ২৪ শে ফেব্রুয়ারি বাংলাদেশের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে উল্লেখিত ৫ দিন এক নাগাড়ে বৃষ্টিপাত হবে না। এমনকি সারাদিন ধরে বৃষ্টিপাত হবে না। বৃষ্টিপাত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপর থেকে বাংলাদেশের পশ্চিম দিকের বিভাগুলোর উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দেশের মধ্যাঞ্চলের বিভাগগুলোর উপর দিয়ে অতিক্রম করে ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের দিয়ে অতিক্রম করবে। তবে খুলনা বিভাগে কোন-কোন জেলার উপরে ৪ দিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগে ২ দিন। বৃষ্টিপাতের সম্ভব্য দিন: 

খুলনা বিভাগ: ২০, ২১, ২২, ২৩

বরিশাল বিভাগ:  ২১, ২২, ২৩

চট্টগ্রাম বিভাগ: ২২, ২৩, ২৪

ঢাকা বিভাগ: ২২, ২৩

রাজশাহী বিভাগ: ২২, ২৩

ময়মনসিংহ বিভাগ: ২২, ২৩

সিলেট বিভাগ: ২২, ২৩, ২

রংপুর বিভাগ: ২৩ (শুধুমাত্র দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলায়)


বিশেষ দ্রষ্টব্য: 

উপরে উল্লেখিত বিভাগ মানে ঐ বিভাগের সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নির্দেশ করে না। যেমন চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের ৩ টি জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত অনেক কম (আজ ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া পূর্বাভাস অনুসারে)। মূল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি ২২ ও ২৩ শে ফেব্রুয়ারি। অন্য ৩ দিন (২০, ২১ ও ২৪ শে ফেব্রুয়ারি) অল্প কিছু জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অল্প সময়ের জন্য।

Related Post