একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

মোখা রাত ১২ টা থেকে সকাল ১০ টার মধ্যেই সেন্টমার্টিন দ্বীপে ঘন্টায় ১৯০ থেকে ২১০ কিলোমিটার বেগে আঘাত করতে পারে

Blog Image
Email : 45649k 12k

ঘূর্ণিঝড় মোখা অনেক দ্রুত উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ও রাত ১২ টা থেকে সকাল ১০ টার মধ্যেই সেন্টমার্টিন দ্বীপে ঘন্টায় ১৯০ থেকে ২১০ কিলোমিটার গতিবেগে আঘাত করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত রিয়েল টাইম চিত্র ও আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন টাইফুন ওয়ার্নিং সেন্টার হতে প্রাপ্ত তথ্য বিশ্নেষন করে এই পূর্বাভাস তৈরি করা হয়েছে।

ঘূর্ণিঝড়টির তার জীবদ্দশায় সর্বোচ্চ গতি অর্জন করতে যাচ্ছে রাত ১২ টার মধ্যে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে স্পষ্টত চোখ সৃষ্টি হয়েছে ও প্রচণ্ড ঘূর্ণন সৃষ্টি হয়েছে ঠিক লন্ড্রি মেশিন যেমন করে শেষের কেয়ক মিনিট ঘুরতে থাকে কাপড় ধোয়ার সময় বন্ধ হওয়ার পূর্বে। ঠিক একিই ঘটনা ঘটতেছে ঘূর্ণিঝড় মোখার ক্ষেত্রে।

Related Post