আজ শুক্রবার সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ঢাকা শহর সহ ৫ টি বিভাগের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
আজ শুক্রবার ভোর থেকে রংপুর বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত দক্ষিন-পূর্বদিকে ময়মনসিংহ বিভাগের দিকে অগ্রসর হচ্ছে। ফলে সকাল ১০ টার পর থেকে দুপুর ১ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
বঙ্গপোসাগরে যে লঘু চাপ সৃষ্টি হয়েছে তার প্রভাবে আজ শুক্রবারও বরিশাল, চট্রগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিনের বিভিন্ন সময়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।