বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির প্রবল আশংকা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে
অক্টোবর মাসের ১ তারিখে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (চট্রগ্রাম বিভাগ ও মায়ানমারের রাখাই রাজ্যের উপকূলের দিকে) একটি লঘুচাপ সৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। এই লঘু চাপের প্রভাবে বাংলাদেশের সকল জেলার উপরে পর্যায়ক্রমে মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে অক্টোবর মাসের ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত। ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে চট্রগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে। ফলে বাংলাদেশের কৃষকদের শীতকালীন শাক-সবজির বীজ লাগানোর জন্য অক্টোবর মাসের ৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া যাচ্ছে।