একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবার (২৩ শে সেপ্টেম্বর, ২০২৫) দিবাগত রাতের বৃষ্টিপাত পূর্বাভাস।

Blog Image
Email : 41k 12k
মঙ্গলবার (২৩ শে সেপ্টেম্বর, ২০২৫) দিবাগত রাতের বৃষ্টিপাত পূর্বাভাস।
আজ মঙ্গলবার দিবাগত রাতে সিলেট, চট্রগ্রাম, ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। তবে চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। আজ রাতে বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: আজ রাতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্রগ্রাম, কক্সবাজার, বান্দরবন জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: হবিগন্জ ও মৌলভীবাজার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: কিশোরগন্জ, গাজিপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: ময়মনিসংহ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: রাজশাহী ও পাবনা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: আজ রাতে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
খুলনা বিভাগ: উত্তর দিকের জেলাগুলোর কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।


=====================================
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় পশ্চিমবঙ্গ রাজ্যর উত্তর-পূর্ব দিকের বেশিভাগ জেলার উপরে (জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার) তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা আজ প্রায় সারারাত অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ রাতে পশ্চিমবঙ্গ রাজ্যর দক্ষিন-পশ্চিম ও মধ্যান্বচলের কোন-কোন জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের ত্রিপুরা রাজ্য: আজ রাতে ত্রিপুরা রাজ্যর সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

Related Post