একটানা ভারি বৃষ্টি ও বন্যার আশংকা
আজ শনিবার দিবাগত রাত ১ টার পর থেকে আগামীকাল রবিবার দুপুর ১২ টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকের সকল জেলা, বিহার রাজ্যের পূর্ব দিকের সকল জেলা, ঝাড়খণ্ড রাজ্যের উত্তর-পূর্ব দিকের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার জেলার উপরে তীব্র বজ্রপাত সহ ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
আজ রবিবার ও আগামীকাল সোমবার বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে, সিকিম, ও আসাম রাজ্যের উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
বিশেষ করে রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড় জেলার উপরে তীব্র বজ্রপাত সহ ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। একই সময়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার জেলার উপরে তীব্র বজ্রপাত সহ ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকের জেলাগুলো, সিকিম রাজ্য ও আসাম রাজ্যের উপরে হওয়া ভারি বৃষ্টির পানি রংপুর বিভাগের নদ-নদীগুলো দিয়ে বাংলাদেশের প্রবেশ করে। ফলে রংপুর বিভাগের বেশিভাগ নদ-নদীর পানি সাময়িক ভাবে বন্যা বিপদসীমার উপর কিংবা কাছা-কাছি উচ্চতায় প্রবাহিত হওয়ার আশংকা করা যাচ্ছে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত।
রংপুর বিভাগের মহানন্দা, আত্রাই, তিস্তা, দুধকুমার, ও ধরলা নদীর উপকূলবর্তী এলাকাগুলোর কৃষি জমি ও চর অঞ্চলের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করা যাচ্ছে।