একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :

মৌসুমি লঘুচাপ আপডেট (১ লা আগষ্ট, ২০২৫)

Blog Image
Email : 133k 12k

মৌসুমি লঘুচাপ আপডেট  (১ লা আগষ্ট, ২০২৫)

আজ শুক্রবার (১ লা আগষ্ট) সকাল ১০ টার সময় মৌসুমি লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের খুলান ও রাজশাহী বিভাগের সীমান্তের উপরে অবস্হান করছে।

এই লঘুচাপের প্রভাবে দেশের বেশিভাগ জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমানে বৃষ্টির আশংকা করা যাচ্ছে সিলেট, ময়মনিসংহ ও চট্রগ্রাম বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোর উপরে। 

 

Related Post