মৌসুমি লঘুচাপ আপডেট (১ লা আগষ্ট, ২০২৫)
আজ শুক্রবার (১ লা আগষ্ট) সকাল ১০ টার সময় মৌসুমি লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের খুলান ও রাজশাহী বিভাগের সীমান্তের উপরে অবস্হান করছে।
এই লঘুচাপের প্রভাবে দেশের বেশিভাগ জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমানে বৃষ্টির আশংকা করা যাচ্ছে সিলেট, ময়মনিসংহ ও চট্রগ্রাম বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোর উপরে।

