সোমবারের আবহাওয়া পূর্বাভাস (১লা ডিসেম্বর, ২০২৫)
আজ ১লা ডিসেম্বর বিকেল ৪ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে পাওয়া মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ঘুর্নিঝড় দিতওয়া (DITWAH) শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলে অবস্থান করতেছে। এই নিম্নচাপের কারণে সৃষ্টি হওয়া মেঘ উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে যার কারণে আজ সোমবার সকাল থেকে বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এই মেঘের কারণে আগামীকাল মঙ্গলবারও বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আজ সোমবার বিকেল ৪ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার বিকেল ৪ টার মধ্যে খুলনা, রাজশাহী, ময়মনিসংহ ও সিলেট বিভাগের কোন-কোন জেলার গুড়ি-গুড়ি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। মাঝারি বা ভারি মানের বৃষ্টির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
বৃষ্টির সম্ভাবনাযুক্ত জেলাসমূহ নিম্নরূপ:
খুলনা বিভাগ: যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, মাগুরা
ঢাকা বিভাগ: ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর
ময়মনসিংহ: জামালপুর, শেরপুর, নেত্রকোনা
সিলেট: সুনামগঞ্জ, সিলেট
রাজশাহী বিভাগ: রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ

