রবিবারের আবহাওয়া পূর্বাভাস (৭ ই ডিসেম্বর, ২০২৫)
আজ রবিবার (৭ ই ডিসেম্বর, ২০২৫) সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বাংলাদেশের কোন জেলার উপরে মেঘের উপস্থিতর প্রমাণ পাওয়া যায় নি। আবহাওয়া সংক্রান্ত অন্যান্য তথ্য বিশ্লেষণ করেও আজ সকাল ৯ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৯ টার মধ্যে বাংলাদেশের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। শীতকালে রাতের বেলা আকাশ মেঘমুক্ত থাকার অর্থ হলও অপেক্ষাকৃত ঠাণ্ডা আবহাওয়া।
আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে সিলেট ও চট্রগ্রামের ভারতীয় সীমান্ত সংলগ্ন জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে।
১৫ দিনের বৃষ্টিপাত পূর্বাভাস (২২ শে ডিসেম্বর পর্যন্ত)
================================
আজ ৭ ই ডিসেম্বর থেকে শুরু করে আগামী ২২ শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না আবহাওয়া পূর্বাভাস মেডেলগুলো থেকে পাওয়া সর্বশেষ পূর্বাভাস অনুসারে। ফলে বাংলাদেশের কৃষকরা পূর্ণ উদোমে আলু, ভুট্টা, সরিষা, পিয়াজ, রসুন সহ অন্যান্য শাক-সবজি ও ফসল চাষ অব্যাহত রাখতে পারেন।

