বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাস (৪ঠা ডিসেম্বর, ২০২৫)
আজ ৪ঠা ডিসেম্বর বিকেল ৪ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে পাওয়া মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় দিতওয়া (DITWAH) এর কারণে সৃষ্টি হওয়া মেঘ আজও উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে যার কারণে বাংলাদেশের খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার আকাশে হালকা পরিমাণে মেঘের উপস্থিতি রয়েছে। আগামীকাল শুক্রবার থেকে আবারও বাংলাদেশের আকাশ মেঘমুক্ত অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। আজ বিকেল ৪ টার পর থেকে আগামীকাল শুক্রবার বিকেল ৪ টার মধ্যে বাংলাদেশের কোন জেলার উপরে বৃষ্টির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
বৃহস্পতিবার রাতের কুয়াশা পূর্বাভাস:
========================
আজ বৃহস্পতিবার রাত ১২ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে দেশের পূর্ব দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সিলেট, চট্রগ্রাম বিভাগের সকল জেলা এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের পূর্ব দিকের জেলাগুলো হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।

