বন্যার আশংকা করা যাচ্ছে আগস্ট মাসের ৬ তারিখের পর থেকে ২৫ তারিখের মধ্যে
আগস্ট মাসের ৬ তারিখের পর থেকে ২৫ তারিখের মধ্যে ২০২৫ সালের বর্ষা মৌসুমের প্রথম বন্যা শুরু হওয়ার আশংকা করা যাচ্ছে। একই সাথে পদ্মা ও যমুনা নদীর উপকূলবর্তী জেলাগুলোতে বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশংকা করা যাচ্ছে।
আজ রবিবার ও আগামীকাল সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্রগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রাজশাহী, বগুড়া, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, ফেনী, কুমিল্লা, চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলার উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
সক্রিয় মৌসুমি বায়ু প্রবাহ, শক্তিশালি মেসন জুলিয়ান দোলন এর মিলিত প্রভাবে আজ থেকে শুরু করে আগামী ১০ ই আগস্ট পর্যন্ত প্রায় এক নাগাড়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলোর উপরে। ফলে একই সাথে ভারতের উত্তরাঞ্চলের উত্তর প্রদেশ, বিহার, মধ্যপ্রধেসন, ঝাখন্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের উপরর দিয়ে পদ্মা নদিতে এবং আসাম, মেঘালয়, সিকিম রাজ্যের উপর দিয়ে ব্রক্ষমপুত্র ও তিস্তা নদীর উপর দিয়ে যমুনা নদীতে বন্যার পানি প্রবেশ করা শুর করার আশংকা করা যাচ্ছে আগস্ট মাসের ৬ তারিখের পর থেকে। যেহেতু একই সাথে পদ্মা ও যমুনা নদীতে বন্যার পানি প্রবেশ করার আশংকা করা যাচ্ছে তাই বন্যার পানিতে দেশের ১৫ থেকে ২০ টি জেলা প্লাবিত হওয়ার আশংকা করা যাচ্ছে।

