১৫ দিনের বন্যা পূর্বাভাস ( আপডেট সময়: ৭ ই আগস্ট, ২০২৫)
উপরোক্ত খনার বচনের অর্থ হলও, "আগে থেকে আইল বাঁধলে (জমির আইল বা সীমা তৈরি করলে), তবে অনেক ধান কাটা যায়"। এই প্রবাদটি মূলত কৃষিকাজ এবং ফসল ফলানোর সাথে সম্পর্কিত। এই খনার বচনটি বর্ষাকালের বন্যার জন্যও প্রযোজ্য। যে কারণে এই খনার বচনটি মনে করিয়ে দেওয়া। ১ সপ্তাহ পূর্বেই বন্যার একটি পূর্বাভাস দিয়েছি এই আগস্ট মাসে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত ৬ ই আগস্টের পূর্বাভাসে দেখে যাচ্ছে যে ৬ ই আগস্ট থেকে ১২ ই আগস্ট পর্যন্ত উত্তর ভারতের রাজ্যগুলোতে ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের আশংকা রয়েছে। এখানে উল্লেখ্য যে এই বৃষ্টিপাত যে সকল রাজ্যের উপরে হওয়ার আশংকা রয়েছে সেই সকল রাজ্যের মধ্য দিয়ে বয়ে চলা সকল নদ-নদীর পানি এসে পড়বে ভারতের গঙ্গা নদীতে। এর পর সেই গঙ্গা নদী ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের মালদহ জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে করে পদ্মা নদীতে। আশংকা করা যাচ্ছে আগস্ট মাসের ১৫ তারিখের পর থেকে ৩০ তারিখের মধ্যে পদ্মা নদীর উপকূলবর্তী জেলাগুলো বন্যার পানিতে প্লাবিত হওয়ার।
বিশেষ দ্রষ্টব্য:
==========
বন্যা পূর্বাভাস ৩ দিন পর-পর আপডেট করা হবে পূর্বের ১ সপ্তাহের বৃষ্টিপাত তথ্য ও পরের ২ সপ্তাহের বৃষ্টিপাত পূর্বাভাসের তথ্যের উপর ভিত্তি করে। পরবর্তী বন্যা পূর্বাভাস আপডেট করা হবে ১০ ই আগস্ট।

