শুক্রবারের (৩১ শে জানুয়ারি, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস: দেশের একাধিক বিভাগের উপরে বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
শুভ সকাল বাংলাদেশের সবাইকে। আজ শুক্রবার সকাল ৭ টা বেজে ২০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে ঢাকা, বরিশাল ও ময়মনিসংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে সঞ্চরণশীল মেঘের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। এই মেঘের কারণে আজ শুক্রবার সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ঢাকা, বরিশাল ও ময়মনিসংহ বিভাগের বিভিন্ন জেলার জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি নিম্নলিখিত জেলাগুলোর উপরে:
চট্টগ্রাম বিভাগ: সকল জেলা
সিলেট বিভাগ: সকল জেলা
বিশাল বিভাগ: বরিশাল, পটুয়াখালী
ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর
খুলনা বিভাগ: যশোর, খুলনা, মাগুরা, নড়াইল
ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা, ময়মনিসংহ

