পর-পর ২ টি ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা রাত ৩ টার সময়
বুধবার রাত ৩ টার কাছাকাছি সময়ে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় পর-পর ২ টি ভূমিকম্প সংঘটিত হওয়ার নিশ্চিত সংবাদ পাওয়া গেছে। প্রথম ভূমিকম্পটি। প্রথম ভূমিকম্পটি সংঘটিত হয়েছে রাত ২ টা বেজে ৫০ মিনিটে যার মান ছিল ৩ দশমিক ৫ এবং ২য় ভূমিকম্পটি সংঘটিত হয়েছে রাত ২ টা বেজে ৫৫ মিনিটে যার মান ছিল ৩ দশমিক ৩। প্রথম ভূমিকম্পটির সংঘটিত হয়েছে ভূ-পৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে এবং ২য় ভূমিকম্পটি সংঘটিত হয়েছে ভূ-পৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আজকের এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলায়।
আজকের এই ভূমিকম্প সম্বন্ধে বিস্তারিত বৈজ্ঞানিক তথ্যের জন্য আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর এর তথ্যের জন্য অপেক্ষা করছি। তথ্য পেলে বিস্তারিত জানানো হবে।

