একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

বাংলাদেশে ঘন কুয়াশা আগমনের পূর্বাভাস

Blog Image
Email : 16k 12k
বাংলাদেশে ঘন কুয়াশা আগমনের পূর্বাভাস
আজ দুপুর ১ টার সময় মেঘের গতিপথের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে গরম ও জ্বলীয়বাষ্পযুক্ত বাতাস উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। একই সাথে উত্তর-পশ্চিম ভারতের দিক থেকে ঠাণ্ডা বাতাস দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। ফলে আশংকা করা যাচ্ছে আগামীকাল বুধবার থেকে বাংলাদেশের উপরে বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্বমুখই গরম ও আর্দ্র এবং হিমালয়ের পাদদেশ থেকে আগত ঠাণ্ডা ও শীলত বাতাসের সংস্পর্শে কুয়াশার পরিমাণ বৃদ্ধিপাওয়া শুরু করার। অর্থাৎ আগামীকাল থেকে বাংলাদেশে এই শীত মৌসুমের প্রথম মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা পড়া শুরু হওয়ার।
আগামীকাল বুধবার কুয়াশা রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে প্রবেশ করা শুরু করে ধীরে-ধীরে তা দেশের উত্তর-পূর্ব দিকের জেলাগুলোতে বিস্তার লাভ করার আশংকা করা যাচ্ছে। আগামী বৃহস্পতি ও শুক্রবার এই কুয়াশা খুলনা, ঢাকা, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের জেলাগুলোর মধ্যে বিস্তার লাভ করার আশংকা করা যাচ্ছে। আগামী শুক্রবার নাগাদ বরিশাল ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর মধ্যে বিস্তার লাভ করার আশংকা করা যাচ্ছে।

Related Post