রবিবারের (২রা ফেব্রুয়ারি, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস
আজ রবিবার দুপুর ২ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে হালকা ঘনত্বের সঞ্চরণশীল মেঘের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। এই মেঘের কারণে আজ রবিবার সন্ধ্যার পর থেকে এই সকল বিভাগে কুয়াশার পড়ার আশংকা করা যাচ্ছে। এছাড়া আজ রাতে রংপুর বিভাগের জেলাগুলোর উপরেও কুয়াশা পড়ার আশংকা করা যাচ্ছে। আজ রাতেও দেশের দক্ষিণাঞ্চলের সড়ক-মহাসড়ক ও নৌপথে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা পড়ার আশংকা করা যাচ্ছে। ফলে আজ রাতে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের সকল সড়ক ও মহাসড়কে এবং নৌ-পথে সতর্কতার সাথে চলাচল করার পরামর্শ দেওয়া যাচ্ছে।
সোমবার সকালে দেশের দক্ষিণাঞ্চলের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার চাদরে ঢাকা থাকার আশংকা করা যাচ্ছে। ছবিতে যে সকল স্থানে বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫% কিংবা তা অপেক্ষা বেশি নির্দেশ করতেছে সেই সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।
ছবি: আগামীকাল সোমবার সকাল ৬ টার সময় বাংলাদেশের বিভিন্ন জেলার উপরে বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ।

