একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
ঘূর্ণিঝড়

মঙ্গলবারের (আগস্ট ২৯, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 79021k 12k

মঙ্গলবারের (আগস্ট ২৯, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস

আজ বুধবার বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগ ছাড়া দেশের অন্যান্য সকল বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ বুধবার বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার উপরে নিম্নরূপ আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা দেখা যাচ্ছে:

চট্টগ্রাম বিভাগ: আজ বুধবার বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগ: আজ বুধবার বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপকূলীয় উপজেলাগুলোর উপরে হালকা বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সাতক্ষীরা জেলার উপকূলীয় উপজেলার উপরে। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

বরিশাল বিভাগ: আজ বুধবার বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে মধ্যে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার উপকূলীয় এলাকার উপজেলাগুলোর উপরে হাকলা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ বিভাগ: আজ বুধবার বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে বৃষ্টির সমাান্য সম্ভাবনা রয়েছে। জামালপুর ও ময়মনিসংহ জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বলেই চলে।

সিলেট বিভাগ: আজ বুধবার দিনের বেলা সিলেট বিভাগে কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। তবে রাত ১০ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগ: আজ বুধবার জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বলেই চলে। আজ ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

রংপুর বিভাগ: আজ বুধবার বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে মধ্যে রংপুর বিভাগে কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই।

রাজশাহী বিভাগ: আজ বুধবার বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে মধ্যে রংপুর বিভাগে কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বলেই চলে। তবে রাজশাহী ও পাবনা জেলার কোন কোন উপজেলার উপরে রাত ৮ টার পর থেকে রাত ১২ টার মধ্যে সামান্য পরিমাণ বৃষ্টি হলেও হতে পারে।


পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস:

আজ বুধবার পশ্চিমবঙ্গের বেশিভাগ জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ১২ টার মধ্যে চব্বিশ পরগনা, হাওড়া, হুগলী, মেদনিপু জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে।

ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (বিকেল ৪ টা বেজে ৩০ মিনিটে) মেঘের শীর্ষের তাপমাত্রা। যে স্থানে তাপমাত্রা যত বেশি ঋনাত্নক সেই স্থানে মেঘের উচ্চতা তত বেশি ও সেই স্থানে মেঘের মধ্যে বৃষ্টির পানির পরিমাণ তত বেশি।

ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত বিকেল ১০ টা বেজে ৩০ মিনিটের মেঘের চিত্র বাংলাদেশের উপরে।

 

Related Post