একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবার (ফেব্রুয়ারি ১৩, ২০২৪) ও বুধবারের বৃষ্টিপাত পূর্বাভাস: আজ বিকেল ৪ টার মধ্যে বৃষ্টি শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে

Blog Image
Email : 4681k 12k

মঙ্গলবার (ফেব্রুয়ারি ১৩, ২০২৪) ও বুধবারের বৃষ্টিপাত পূর্বাভাস: আজ বিকেল ৪ টার মধ্যে বৃষ্টি শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে


মঙ্গল ও বুধবারের বৃষ্টিপাত পূর্বাভাস

আজ মঙ্গলবার বার দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর পশ্চিমবঙ্গের নদীয়া ও চব্বিশপরগানা জেলার উপর দিয়ে বাংলাদেশের খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি প্রবেশ করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, খুলনা, নড়াইল, মাগুরা, গোপালগঞ্জ জেলার উপর হালকা পরিমাণে বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ৮ টার মধ্যে।

ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দুপুর ৩ টার মেঘের চিত্র।

বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের কোন কোন জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ রাত ৩ টার পর থেকে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬ টার মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।

অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা: রাজশাহী, খুলনা, রংপুর বিভাগের জেলাগুলোর উপরে।

হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা: ঢাকা, ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে।

ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে আগামীকাল বুধবার রাত ১২ টা পর্যন্ত সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ।


আজকের দৈনন্দিন সর্বনিম্ন তাপমাত্রা ও আগামীকাল সকালের শৈত্যপ্রবাহ আপডেট

আজ সোমবার (ফেব্রুয়ারি ১২, ২০২৪) পুরো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলায় ১০ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস।

ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত ও কুয়াশা পূর্বাভাস

আজ মঙ্গলবার দুপুর ১ টার পর থেকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বান্কুরা জেলার উপরে বৃষ্টি শুরু হয়ে দক্ষিণ-পূর্ব দিকে মুর্শিদাবাদ ও চব্বিশ পরগনা জেলার দিকে অগ্রসর হচ্ছে। আজ রাত ৮ টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬ টার মধ্যে পশ্চিমবঙ্গের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চলের জেলাগুলোর উপরে।

 

Related Post