একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

সোমবারের (মে ১৩, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: আবারও তাপ-প্রবাহের আশংকা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে

Blog Image
Email : 79020k 12k

সোমবারের (মে ১৩, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: আবারও তাপ-প্রবাহের আশংকা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে

সোমবার রাতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (আপডেট সময় রাত ১ টা বেজে ৩০ মিনিট)
আজ সোমবার রাত ১ টা বেজে ৩০ মিনিটের সময় কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত ইনফ্রারেড চিত্রে মেঘের শীর্ষের তাপমাত্রা বিশ্লেষণ করে সকাল ৬ টার মধ্যে শুধুমাত্র রংপুর বিভাগের দুই একটি জেলার (দিনাজপুর, রংপুর, নীলফামারী, ও লালমনিরহাট) উপরে হালকা পরিমাণের বৃষ্টি কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে তাও খুবই সামান্য। দেশের অন্যান্য ৭ টি বিভাগের উপরে আজ রাতে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাতের উল্লেখযোগ্য কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

আজ সোমবার সকাল ১১ টার সময়কার কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেশের দক্ষিণাঞ্চলের বিভাগুলোর আকাশে হালকা পরিমাণে মোঘের উপস্থিত দেখা যাচ্ছে। সেই সাথে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে জ্বলিয়বাষ্পযুক্ত বায়ু খুলনা, বরিশাল, চিট্রগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে প্রবাহিত হচ্ছে। আজ সোমবারও দেশের কোন-কোন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে স্বল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।

আবারও মৃদু তাপ-প্রবাহের আশংকা দেশব্যাপী

আজ সোমবার থেকে দেশের সকাল জেলার উপরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু করে যেমনটি ১ সপ্তাহ পূর্বেই জানানো হয়েছি। আপনাদের হয়ত মানে আছে যে জেট স্ট্রিমের অগ্রবর্তী অর্ধেক অংশ যখন ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপর অবস্থান করে তখন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের উপরে বৃষ্টিপাত ঘটায়। বিপরীত-ক্রমে, জেট স্ট্রিমের পাশ্চাতবর্তী অর্ধেক অংশ যখন ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপর অবস্থান করে তখন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের উপরে বৃষ্টিপাত-হীন থেকে ও কোন-কোন সময় তাপ-প্রবাহ ঘটায়। আগামীকাল ১৪ ই মে থেকে প্রায় ১ সপ্তাহ বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে জেট স্ট্রিমের পাশ্চাতবর্তী অর্ধেক অংশ অতিক্রম করা শুরু করবে। ফলে আগামী ১ সপ্তাহ বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বেশিভাগ জেলা বৃষ্টিহীন থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। সেই সাথে আশংকা করা যাচ্ছে যে বাংলাদেশের খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলো ও ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোর উপর দিয়ে মৃদু মানের তাপ-প্রবাহ অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। তবে আপাত ভাবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেসলিয়াসের বেশি না উঠার সম্ভাবনাই বেশি। আসন্ন এই তাপ-প্রবাহ দেশের পূর্ব দিকের জেলাগুলোর উপরে পড়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

ছবি: আজ সোমবার সকাল ১১ টার সময়কার জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মানচিত্র।


আজ সোমবার বিভাগ-ভিত্তিক বিস্তারিত আবহাওয়া পূর্বাভাস নিচে উল্লেখ করা হলও:

বরিশাল বিভাগ: আজ সোমবার দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে (৫০ থেকে ৬০%) রয়েছে।

খুলনা বিভাগ: আজ সোমবার দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে খুলনা বিভাগের দক্ষিণের বিভিন্ন জেলার উপরে (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা) বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির কিছু সম্ভাবনা রয়েছে (৪০ থেকে ৫০%) রয়েছে। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

চট্টগ্রাম বিভাগ: আজ সোমবার দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা পরিমাণে বৃষ্টির সামান্য সম্ভাবনা (৩০ থেকে ৪০%) দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।


ঢাকা বিভাগ: আজ সোমবার দুপুর ২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে মাদারীপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর, মুন্সিগন্জ, নরসিংদী জেলার উপর দিয়ে হালকা পরিমাণ বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার সামান্য সম্ভাবনা (৩০ থেকে ৪০%) দেখা যাচ্ছে। ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

ঢাকা শহরের উপরে বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

বিকেল ৪ টার মধ্যে ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ঢাকা শহরের পূর্ব দিকের থানা ও উপজেলাগুলোর উপর দিয়ে হালকা পরিমাণে বৃষ্টি অতিক্রম করার অল্প কিছু সম্ভাবনা (২০ থেকে ৩০ %) রয়েছে।

ময়মনসিংহ বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে রাত ১০ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ৫ টার মধ্যে শেরপুর ও নেত্রকোনা জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা (৩০ থেকে ৪০%) রয়েছে।

সিলেট বিভাগ: আজ সোমবার সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের সম্ভাবনা খুবই কম। তবে সন্ধ্যার পর থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ৬ টার মধ্যে সিলেট বিভাগের সিলেট জেলার কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা রয়েছে (৪০ থেকে ৫০%)।

রংপুর বিভাগ: আজ সোমবার সন্ধ্যার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় কিংবা বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা খুবই কম।

রাজশাহী বিভাগ: আজ সোমবার সন্ধ্যার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় কিংবা বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা খুবই কম।

ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেম নামক আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টা পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার উপরে সম্ভব্য মোট বৃষ্টিপাতের মানচিত্র।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

আজ সোমবার দুপুর ২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম দিকের মেদনি-পুর ও দক্ষিণ চব্বিশপরগান জেলা ছাড়া অন্য কোন জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় কিংবা বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা খুবই কম।


ভারতের আসাম রাজ্যের পূর্ব দিকের ৩ জেলাগুলোর উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

আজ সোমবার সন্ধ্যার পূর্বে আসাম রাজ্যের পূর্ব দিকের ৩ টি জেলার (করিমগঞ্জ, কাছার ও হাইলাকান্দি) উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা খুবই কম। তবে রাত ১০ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ৬ টার মধ্যে হালকা পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

আজ সোমবার দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের কুমিল্লা ও ফেনী জেলার সংলগ্ন জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সামান্য কিছু সম্ভাবনা রয়েছে (৩০ থেকে ৪০ %)।

বিশেষ দ্রষ্টব্য:

উপরে উল্লেখিত বৃষ্টিপাত পূর্বাভাস সম্ভাবনা মাত্র। কোন স্থানে বৃষ্টিপাত আবহাওয়া সম্পর্কিত একাধিক শর্ত পূরণের উপর নির্ভর করে। বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত শুরুর সম্ভব্য সময় থেকে প্রকৃত বৃষ্টিপাত শুরুর সময় এর পার্থক্য ২ থেকে ৪ ঘন্টা পূর্বে বা পরে হতে পারে।

Related Post