বৃহস্পতিবার দিবাগতের রাতের বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস।
আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। আজ রাতে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উত্তর দিকে। অর্থাৎ রংপুর বিভাগের জেলাগুলোর উপরে। তবে রাজশাহী, সিলেট, চট্রগ্রাম, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত ২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝার মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রাজশাহী, ময়মনসিংহ, ও ঢাকা বিভাগের মধ্যবর্তী জেলাগুলোর উপরে।