শনিবারের (১১ ই অক্টোবর, ২০২৫) বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
আজ শনিবারের (১১ ই অক্টোবর, ২০২৫) সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ঢাকা, সিলেট, চট্রগ্রাম, খুলনা, বরিশাল বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: সকল জেলা।
সিলেট বিভাগ: সকল জেলা।
ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা।
চট্রগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী।
খুলনা বিভাগ: ঝিনাইদহ, যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা, খুলনা, নড়াইল, বাগেরহাট।
বরিশাল বিভাগ: বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা।
রাজশাহী বিভাগ: দুপুর ১২ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
রংপুর বিভাগ: দুপুর ১২ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।