রবিবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
এই পূর্বাভাস লেখার সময় বাংলাদেশের ৬৪ টি জেলার আকাশে কোথাও কোন মেঘের উপস্হিতি দেখা যায় নাই। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে বাংলাদেশের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ভোর রাতে সিলেট ও সুনামগঞ্জ জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলার উপরে বৃষ্টিপাতের সামান্য পরিমাণ সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার পুরো দেশের আকাশ মেঘমুক্ত ও রৌদ্দজ্জল থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
আগামী কাল সোমবার, ১৩ ই অক্টোবর থেকে বর্ষাকালের মৌসুমি বায়ু বাংলাদেশের স্থলভাগের বেশিভাগ এলাকা (চট্রগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু জেলা ছাড়া) ও ১৫ ই অক্টোবরের মধ্যে পুরোপুরি বাংলাদেশের স্থলভাগ ত্যাগ করে ফেলার আশা করা যাচ্ছে। ফলে ১৫ ই অক্টোবর থেকে ২০২৫ সালের বর্ষাকালের সমাপ্তি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।