২০২৫ বর্ষাকাল সমাপ্তির ঘোষণা।
আগামী কাল সোমবার, ১৩ ই অক্টোবর থেকে বর্ষাকালের মৌসুমি বায়ু বাংলাদেশের স্থলভাগের বেশিভাগ এলাকা (চট্রগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু জেলা ছাড়া) ও ১৫ ই অক্টোবরের মধ্যে পুরোপুরি বাংলাদেশের স্থলভাগ ত্যাগ করে ফেলার আশা করা যাচ্ছে। ফলে ১৫ ই অক্টোবর থেকে ২০২৫ সালের বর্ষাকালের সমাপ্তি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কৃষকদের জন্য সু-সংবাদ
১৫ থেকে ২৫ শে অক্টোবরের মধ্যে সিলেট ও চট্রগ্রাম বিভাগের কোন-কোন জেলা ছাড়া দেশের অন্যান্য বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে। এই সময়ের মধ্যে দেশের পশ্চিম দিকের জেলাগুলোর উপর দিয়ে তাপ-প্রবাহ তাপমাত্রা বিরাজ করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তাপ-প্রবাহ তাপমাত্রা বিরাজ করার প্রবল আশংকা করা যাচ্ছে।