সোমবারের (২০ শে অক্টোবর, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস।
আজ সোমবার সকাল ৮ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রামের জেলাগুলো এবং খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো ছাড়া দেশের অন্য জেলাগুলোর আকাশে বৃষ্টি হওয়ার মতো প্রয়োজনীয় মেঘের উপস্থিতি নাই বলেই চলে। ফলে আজ সোমবার রংপুর, রাজশাহী, ময়মনিসংহ, সিলেট, ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বলেই চলে। চট্রগ্রাম, খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলা; বরিশাল বিভাগ বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলার উপকূলীয় কোন-কোন উপজেলা জেলার উপরে বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। আজ পুরো দেশের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রামের জেলাগুলোর উপরে। বিশেষ করে চট্রগ্রাম, কক্সবাজার ও বান্দরবন জেলার কোন-কোন উপজেলার উপরে সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
========================
কুয়াশা পূর্বাভাস
========================
আজ সোমবার রাতে চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রামের জেলাগুলো এবং বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে হালকা পরিমাণে কুয়াশার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে রাত ১২ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে।
===================
কৃষি আবহাওয়া পূর্বাভাস
===================
আগামী ২২/২৩ শে অক্টোবর দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। এই নিম্নচাপটি বাংলাদেশের উপকূলে দিকে আসার সম্ভাবনা খুবই কম। তবে এই নিম্নচাপের কারণে সৃষ্টি হওয়ার বৃষ্টি-বাহী মেঘের একটি উল্লেখযোগ্য অংশ বাংলাদেশ ও ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে অক্টোবর মাসের ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে।
২৪ শে অক্টোবর পর্যন্ত পুরো দেশের উপরে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তাই শীতকালীন শাক-সবজি চাষ শুরুর জন্য খুবই ভালো আবহাওয়া বিরাজ করার আশা করা যাচ্ছে। ফলে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকরা পূর্ণ উদ্যমে শীতকালীন শাক-সবজি চাষ শুরু করে দেওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে।