বুধবারের (১৫ ই অক্টোবর, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস।
আজ বুধবার দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের সময় বাংলাদেশের আকাশ পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে পুরো দেশের পশ্চিম দিকের ৩ টি বিভাগের (খুলনা, রাজশাহী ও রংপুর) আকাশ প্রায় সম্পূর্ণ রূপে মেঘ মুক্ত অবস্থায় রয়েছে
। পক্ষান্তরে দেশের অন্য ৫ টি বিভাগের উপরে খুব হালকা মানের মেঘের উপস্থিতি রয়েছে। তবে ৫ টি বিভাগের আকাশে হালকা পরিমাণের মেঘের উপস্থিতি থাকলেও চট্রগ্রাম বিভাগ ছাড়া অন্য ৪ টি বিভাগের উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নাই বলেই চলে। আজ বিকেল ৫ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে চট্রগ্রাম বিভাগে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন ও কক্সবাজার জেলার উপরে বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।

========================
কুয়াশা পূর্বাভাস
========================
আজ রাত থেকে দেশের বিভিন্ন জেলার উপরে হালকা পরিমাণে কুয়াশার উপস্থিত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্রগ্রাম, সিলেট, ময়মনিসংহ ও রংপুর বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোর উপরে হালকা পরিমাণে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে রাত ১২ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে।
=================== কৃষি আবহাওয়া পূর্বাভাস===================
যেহেতু আগামী ২৫ শে অক্টোবর পর্যন্ত পুরো দেশের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তাই শীতকালীন শাক-সবজি চাষ শুরুর জন্য খুবই ভালো আবহাওয়া বিরাজ করার আশা করা যাচ্ছে। ফলে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকরা পূর্ণ উদ্যমে শীতকালীন শাক-সবজি চাষ শুরু করে দেওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে।
একই ভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে জমিতে থাকা পাকা আমন ধান কাটা ও মাড়াই করা শুরু করার জন্য।