মঙ্গলবারের (১৪ ই অক্টোবর, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস।
আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় বাংলাদেশের আকাশ পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে পুরো দেশের আকাশ প্রায় সম্পূর্ণ রূপে মেঘ মুক্ত অবস্থায় রয়েছে

১৪ ই অক্টোবর থেকে শুরু করে আগামী ২৫ শে অক্টোবরের মধ্যে সিলেট ও চট্রগ্রাম বিভাগের ২/৩ টি জেলা ছাড়া অন্যান্য বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে। এই সময়ের মধ্যে দিনের বলা বাংলাদেশের আকাশের অবস্থা আজ মঙ্গলবারের মতো প্রায় সম্পূর্ণ রূপে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে দিনের বলে প্রচণ্ড রোদ ও গরম আবহাওয়া বিরাজ করার প্রবল আশংকা করা যাচ্ছে। আকাশ মেঘমুক্ত থাকার কারণে আজ থেকে পুরো দেশের রাতের তাপমাত্রা দ্রুত কমে যাওয়া শুরুর আশংকা করা যাচ্ছে। ফলে আজ রাত থেকে কিছুটা ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে দেশব্যাপী।
==================================
কৃষি আবহাওয়া পূর্বাভাস
==================================
যেহেতু আগামী ২৫ শে ২৫ শে অক্টোবর পর্যন্ত পুরো দেশের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তাই শীতকালীন শাক-সবজি চাষ শুরুর জন্য খুবই ভালো আবহাওয়া বিরাজ করার আশা করা যাচ্ছে। ফলে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকরা পূর্ণ উদ্যমে শীতকালীন শাক-সবজি চাষ শুরু করে দেওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে।
একই ভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে জমিতে থাকা পাকা আমন ধান কাটা ও মাড়াই করা শুরু করার জন্য।