একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

শনিবারের বৃষ্টিপাত ও কুয়াশা পূর্বাভাস (৮ ই নভেম্বর, ২০২৫)

Blog Image
Email : 102k 12k

শনিবারের (৮ ই নভেম্বর, ২০২৫) বৃষ্টিপাত ও কুয়াশা পূর্বাভাস

আজ শনিবার সকাল ১০ টার সময় এই পূর্বাভাস লেখার সময় বাংলাদেশের ৮ টি বিভাগের মধ্যে ৬ টি বিভাগের আকাশ আকাশ সম্পূর্ণ রূপে মে মুক্ত অবস্থায় রয়েছে। চট্রগ্রাম বিভাগের চট্রগ্রাম, বান্ধরবান ও রাঙ্গামাটি জেলা এবং সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার পূর্বদিকের উপজেলাগুলোর উপরে কুয়াশার উপস্থিতি দেখা যাচ্ছে। আজ শনিবার সকাল ১০ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টা পর্যন্ত বাংলাদেশের, ভারতের পশ্চিম বঙ্গ রাজ্য ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নাই বলেই চলে।

কুয়াশা পূর্বাভাস

================

আজ শনিবার রাত ১০ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের চট্রগ্রাম, বান্ধরবান ও রাঙ্গামাটি জেলা ও সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার পূর্বদিকের উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশায় উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে।  


Related Post