সোমবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ১৯, ২০২৬)
============================================
আজ মঙ্গলবার দুপুর ৩ টার বেজে ৩০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে বাংলাদেশের ৬৪ টি জেলার কোথাও মেঘের উপস্থিতি দেখা যায় নি। আজ মঙ্গলবার রাতে রংপুর, রাজশাহী, সিলেট ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আজ রাতে রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রাজশাহী বিভাগের লালমনিরহাট, নওগাঁ, পাবনা, সিরাজগন্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে।
আগামীকাল মঙ্গলবার সকাল ৯ টার পূর্বেই দেশের বেশিভাগ জেলার উপরে সূর্যের আলো উঠার সম্ভাবনা রয়েছে।
শৈত্যপ্রবাহ আপডেট (২০ ই জানুয়ারি, ২০২৬)
====================================
আগামীকাল মঙ্গলবার সকাল ৬ টার সময় রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের ৩ থেকে ৫ টি জেলার উপরে শৈত্যপ্রবাহ তাপমাত্রা বিরাজ করার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে আগামীকাল খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর বিভাগের পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার উপরে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রী সেলসিয়াস থাকার আশংকা করা যাচ্ছে। দেশের অন্যান্য জেলাগুলো তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

