শুক্রবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ১৬, ২০২৬)
=========================================
আজ শুক্রবার সকাল ১০ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলার উপরে হালকা পরিমাণে মেঘের উপস্হতি রয়েছে। আজ শুক্রবার রাতে দেশের বেশিভাগ জেলা কুয়াশা মুক্ত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ রাতে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলার পাহাড়ি এলাকার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে। সিলেট ও রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে রাত ১২ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে।
আগামীকাল শনিবার সকাল ৯ টার পূর্বেই দেশের বেশিভাগ জেলার উপরে সূর্যের আলো উঠার সম্ভাবনা রয়েছে।
শৈত্যপ্রবাহ আপডেট (১৬ ই জানুয়ারি, ২০২৬)
============================
আগামীকাল শনিবার সকাল ৬ টার সময় রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করার আশংকা করা যাচ্ছে। আগামীকাল রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলা এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, যশোর, ও ঝিনাইদহ জেলা এবং রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও প পঞ্চগড় জেলার উপরে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রী সেলসিয়াস থাকার আশংকা করা যাচ্ছে। দেশের অন্যান্য জেলাগুলো তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে (১ থেকে ৫ তারিখের মধ্যে) বাংলাদেশের উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

