একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

শনিবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ১৭, ২০২৬)

Blog Image
Email : 9k 12k
শনিবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ১৭, ২০২৬)
=========================
আজ শনিবার সকাল ১১ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে বাংলাদেশের ৬৪ টি জেলার কোথাও মেঘের উপস্হিতি দেখা যায় নি। আজ শনিবার রাতে দেশের বেশিভাগ জেলা কুয়াশা মুক্ত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ রাতে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলার পাহাড়ি এলাকার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে। সিলেট ও রংপুর বিভাগের জেলা উগুলোর উপরে হালকা ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
আগামীকাল রবিবার সকাল ৯ টার পূর্বেই দেশের বেশিভাগ জেলার উপরে সূর্যের আলো উঠার সম্ভাবনা রয়েছে।



শৈত্যপ্রবাহ আপডেট (১৭ ই জানুয়ারি, ২০২৬)
============================
আগামীকাল রবিবার সকাল ৬ টার সময় রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে আগামীকাল রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলা এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, যশোর, ও ঝিনাইদহ জেলা এবং রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও পঞ্চগড় জেলার উপরে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রী সেলসিয়াস থাকার আশংকা করা যাচ্ছে। দেশের অন্যান্য জেলাগুলো তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার সকাল থেকে আবারও রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা প্রবেশ করা শুরুর আশংকা করা যাচ্ছে।
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে (১ থেকে ৫ তারিখের মধ্যে) বাংলাদেশের উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Post