আজ ভোর থেকে দুপুর পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর বজ্র-সহ ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
আজ রাত ৩ টার পর থেকে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁ জেলার উপর বজ্র সহ বৃষ্টিপাত শুর হয়েছে যে বৃষ্টিপাত বর্তমানে (ভোর ৪ টা বেজে ২০ মিনিটের সময় দক্ষিণ-পূর্ব দিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার দিকে অগ্রসর হচ্ছে। এই বৃষ্টি সকাল ৬ টার পরে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর পৌঁছানোর প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে আজ ভোর ৬ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ বিভাগের সকল জেলা, সিলেট বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলা; চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার উপর দিয়ে অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
-----> রবিবার সকাল ৭ টার পর থেকে দুপুর পর্যন্ত খুলনা বিভাগের জেলাগুলোর উপর বজ্র-সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে যশোর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট ও বরগুনা জেলার উপরে।
-----> আজ রবিবার সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ১১ টার মধ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বজ্র-সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে রজাশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা, জেলার উপরে। বৃষ্টি ভারতের পশ্চিমবঙ্গে ধন্যবাদ ও আসানসোল নামক জেলা দেখে রাজশাহী বিভাগের দিকে অগ্রসর হবে ফলে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৯ টার মধ্যে ও নাটোর ও পাবনা জেলার উপরে সকাল ৮ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে অতিক্রম করার সম্ভাবনা বেশি।