আজ সোমবার সারাদিন রংপুর, ময়মনসিংহ, সিলেট, ও খুলনা বিভাগের বেশিভাগ জেলা ও উপর বজ্র-সহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
আজ সকাল ৮ টার পর থেকে দুপুর টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপর বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে:
----> রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম (রংপুর বিভাগের অন্যান্য জেলাগুলোর উপর ইতিমধ্যেই বৃষ্টি হচ্ছে)
-----> রাজশাহী বিভাগের জয়পুরহাট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ
------> ময়মনসিংহ বিভাগের: শেরপুর, জামালপুর, ময়মনসিংহ (ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় বৃষ্টি চলছে)
-----> সোমবার সকাল ৮ টার পর থেকে দুপুর পর্যন্ত খুলনা বিভাগের জেলাগুলোর উপর বজ্র-সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে যশোর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট জেলার উপরে।
-------> ঢাকা বিভাগের: ফরিদপুর, মাদরীপুর, শরিয়তপুর, গোপলাগন্জ, নড়াইল
--------> সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার উপরে (সুনামগঞ্জ জেলায় ইতিমধ্যেই বৃষ্টি চলমান)।
আজ সোমবার ও আগামী মঙ্গল ও বুধবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপর বেশিভাগ জেলার উপর বিশেষ করে কোলকাতা, বর্ধমা, কৃষ্ষনগর, আসানশোল, দক্ষিন দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার জেলার উপর মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।