একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুভ বিবাহের দিনের (ঈদের পরের দিন) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (৩০ শে জুন)

Blog Image
Email : 4681k 12k

শুভ বিবাহের দিনের (ঈদের পরের দিন) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (৩০ শে জুন)

ঈদের পরের দিনটিকে আমি শুভ বিবাহের দিন হিসাবে নামকরণ করতে চাই। বাংলাদেশে প্রতিবছর দুই ঈদের পরের দিন যতগুলো শুভ বিবাহ সম্পন্ন হয়ে সেই পরিমাণ বিয়ে (প্রতি লক্ষ মানুষে) পৃথিবীর আর কোন দেশে হয় না বলে আমি বাজি ধরতে পারি। গত ২ সপ্তাহ ধরে যতগুলো ব্যক্তিগত অনুরোধ পেয়েছি ঈদের পরের দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস নিয়ে সেই পরিমাণ ব্যক্তিগত অনুরোধ বছরে অন্য কোন সময়ে পাই না। যাই হউক, এবারে বহুল প্রতীক্ষিত শুভ বিবাহের দিন বা ঈদের পরের দিনের আবহাওয়ার পূর্বাভাসে আসি। আপনারা যারা ঈদের পরের দিনে শুভ কাজটির জন্য নির্ধারণ করে রেখেছেন তার জন্য আবহাওয়ার দিক থেকে সু-সংবাদ আছে।

 

আজ ৩০ শে জুন (ঈদের পরের দিন) ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের অনেক জেলার উপরে। আজ ৩০ শে জুন সকাল ৭ টার পর থেকে সন্ধ্যা দেশের সকল বিভাগের উপর দিনের বিভিন্ন সময় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবন দেখা যাচ্ছে জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে। আজ স্বাধীন দেশের উত্তর দিকের সকল বিভাগীয় জেলার উপর দিনভর বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

যেহেতু শুক্রবার ও বেশিভাগ বিয়ের বর যাত্রা শুরু হয় জুমার নামাজের পরে থেকে সন্ধ্যার মধ্যে তাই শুভ বিবাহের অনুষ্ঠান গুলো ছেলে বা মে পক্ষের উভয় দিকের মানুষের জন্য দঃ-চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। আজ জুমার নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের পাত্র ও পত্রীদের জন্য কিছুটা আশার সংবাদ রয়েছে। আজ দুপুরের পর থেকেই বৃষ্টি হো্যার সম্ভাব্য অপেক্ষাকৃত কম এই ২ বিভাগের জেলাগুলোর উপরে।

ঢাকা শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা:

ঈদের দিনের মতো আজ ঢাকা শহরের উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা শহরের আশ-পাশের জেলাগুলোর উপর বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে একই সময়ের মধ্যে। ঢাকা শহরে বৃষ্টির সম্ভব্য সময় সকাল ৯ টার পর থেকে দুপুর ৫ টা। আজ দিনে একাধিকার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা শহরের উপরে।


পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস:

আজ ৩০ শে জুন পশ্চিমবঙ্গের সকল জেলার উপর মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়ছে। এই সময়ে পশ্চিমবঙ্গের আকাশ সারাদিনই মেঘলা থাকার সম্ভাবনা বেশি। আজ সারাদিন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, পূর্নিয়া, তারাপীঠ, দার্জিলিং, শিলিগুড়ি ও কুচবিহার জেলার উপর বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় সারাদিন। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো বিশেষ করে কোলকাতা, কৃষ্ণনগর, বর্ধমান, বানকুরা, আসানসোল, মাদনিপুর ইত্যাদি জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।

 

Related Post