একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে বন্যা ও ভূমিধ্বসের প্রচণ্ড ঝুঁকি দেখা যাচ্ছে

Blog Image
Email : 4681k 12k

রোববার বিকেল থেকে সোমবার দুপুর ১২ টা পর্যন্ত সিলেট ও চট্টগ্রাম বিভাগে খুবই ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে

প্রধান-প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেল হতে প্রাপ্ত বৃষ্টিপাতের পরিমাণ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আগামীকাল সোমবার দুপুর ১২ টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে খুবই ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

ছবি: ইউোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেলের পূর্বাভাস অনুসারে সোমবার দুপুর ১২ টা পর্যন্ত সাম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমান।

আজ বিকেল ৪ টার পর থেকে শুরু করে আগামীকাল ভোর পর্যন্ত সিলেট বিভাগের জেলাগুলোর উপর খুবই ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিকেল ৪ টার পর থেকে হবিগঞ্জ, ৫ টার পর থেকে মৌলভীবাজার ও বিকেল ৬ টার পর থেকে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ রাত থেকে শুরু করে বুধবার পর্যন্ত সুনামগঞ্জ, সিলেট ও ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি নামক স্থানে খুবই ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সিলেট বিভাগের নদীগুলোতে পাহাড়ি ঢল নামার প্রবল সম্ভাবনা রয়েছে।

ছবি: ইউোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেলের পূর্বাভাস অনুসারে সোমবার দুপুর ১২ টা পর্যন্ত সাম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমান।

আজ রবিবার সন্ধ্যা ৬ টার পর থেকে শুরু করে আগামীকাল সোমবার দুপুর ১২ টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার উপরে ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী কাল সোমবার দুপুর ১২ টার মধ্যে স্থান ভেদে ১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেল। কক্সবাজার জেলা অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে ইতিমধ্যেই বন্যা শুরু হয়েছে। নতুন করে ১৫০ মিলিমিটার বৃষ্টির কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলোর মধ্যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেই সাথে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড় ধ্বসের প্রচণ্ড ঝুঁকি রয়েছে। চট্টগ্রাম শহরে পাহাড়ের ঢালুতে কিংবা খাড় করে কাটা পাহাড়ের চুড়ায় কিংবা কেটে ফেলা পাহাড়ের পাদদেশে অবশ্যই সকল বাড়ি-ঘর ভূমিধ্বসের প্রচণ্ড ঝুঁকিতে রয়েছে।

 

ছবি: ইউোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেলের পূর্বাভাস অনুসারে সোমবার দুপুর ১২ টা পর্যন্ত সাম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমান।

Related Post