সোমবারের (অক্টোবর ১৬, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস
আজ ১৬ ই অক্টোবর সোমবার কৃত্রিম ভূউপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মৌসুমি বায়ু আজও অবস্থান করতেছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। সম্ভাবনা রয়েছে যে মৌসুমি বায়ু বাংলাদেশের স্থল ভাগ ত্যাগ করতে আরও ২ দিন সময় লাগবে। অর্থাৎ, ১৮ ই অক্টোবর পর্যন্ত মৌসুমি বায়ু বাংলাদেশের উপর অব্হার করতে পারে। আজ ১৬ ই অক্টোবরও ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বায়ুমণ্ডলে ভূ-পৃষ্ঠের উপরে বায়ুর উচ্চচাপ অবস্থা বিরাজ করছে যা মেঘ সৃষ্টিতে বাধা প্রদান করেছে। ফলে আজ সোমবারও বাংলাদেশের বেশিভাগ জেলার আকাশ মেঘ-মুক্ত থাকবে ও রৌদ্রৌজ্জল অবস্থা বিরাজ করবে।
আজ দুপুর ১২ মিনিটের সময় কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে আজ র দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনিসংহ, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের কোন-কোন জেলার উপরে স্বল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির হতে পারে। তবে সম্ভাবনা বেশি যে কোন জেলাতেই বৃষ্টি না হওয়ার।
রাজশাহী বিভাগ: রাজশাহী, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
ঢাকা বিভাগ: টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগন্জ ও কিশোরগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে অল্প সময়ের জন্য হালকা পরিমাণে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দুপুর ১ টার পর থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে।
রংপুর বিভাগ: ঠাকুরগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও রংপুর জেলার কোন-কোন উপজেলার উপরে খুবই অল্প পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: জামালপুর ও ময়মনসিংহ জেলার কোন-কোন উপজেলার উপরে খুবই অল্প পরিমাণ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের ভোলা ও পটুয়াখালী জেলার কোন-কোন উপজেলার উপরে খুবই অল্প পরিমাণ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দুপুর ২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
চট্টগ্রাম বিভাগ: নোয়াখালী, কুমিল্লা, ও ব্রাক্ষমণবাড়িয়া জেলার কোন-কোন উপজেলার উপরে অল্প সময়ের জন্য হালকা পরিমাণে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা জেলার কোন-কোন উপজেলার উপরে অল্প সময়ের জন্য হালকা পরিমাণে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দুপুর ২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
সিলেট বিভাগ: আজ সোমবার সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।।
আগামীকাল মঙ্গলবারও বাংলাদেশের সকল জেলার আবহাওয়া আজ সোমবারের মতো থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, আগামীকাল বাংলাদেশের বেশিভাগ জেলার উপরে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নাই।
ছবি কৃতজ্ঞতা: বাংলাদেশ বিমানবাহিনীর আবহাওয়া বিভাগ কর্তৃক পরিচালিত রাডার থেকে প্রাপ্ত রিফলেকটিভিটি (মেঘের মধ্যে অবস্থিত বৃষ্টির কণায় বাধাপ্রাপ্ত হয়ে রাডারের গ্রাহক যন্ত্রে প্রতিফলিত রশ্মির পরিমাণ) মানচিত্র। চিত্রের লাল রং ভারি বৃষ্টি; হলুদ রং মাঝারি মানের বৃষ্টি ও সবুজ রং হালকা মানের বৃষ্টি নির্দেশ করে। [দুপুর ১২ টা বেজে ৩৫ মিনিট]
পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস
দুপুর ১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ও বর্ধমান জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের অন্য কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (দুপুর ১২ টা বেজে ১০ মিনিট) মেঘের শীর্ষের তাপমাত্রা। যে স্থানে তাপমাত্রা যত বেশি ঋনাত্নক সেই স্থানে মেঘের উচ্চতা তত বেশি ও সেই স্থানে মেঘের মধ্যে বৃষ্টির পানির পরিমাণ তত বেশি।
ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (দুপুর ১২ টা বেজে ২০ মিনিট) মেঘের চিত্র বাংলাদেশের উপর